৩০ সেকেন্ডের জন্য হলেও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান চিত্রনায়িকা মাহি

চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে একটি ফোনালাপ ফাঁ'সের জেরে পদ হারিয়েছেন সদ্য পদত্যাগ চাওয়া তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। এ বিষয়ে গতকাল পবিত্র ম'ক্কা শরিফ থেকে ফেসবুক লাইভে আসেন মাহি।

এবার দেশে ফিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে চান আ'লোচিত এ অ'ভিনেত্রী। বর্তমানে ওম'রাহ পালন করতে স্বামীর সঙ্গে সৌদি আরবে অবস্থান করছেন মাহিয়া মাহি।

মঙ্গলবার বিকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে মাহি বলেন, ওম'রাহ থেকে ফিরেই আমা'র প্রথম এবং একমাত্র চাওয়া আমি আমাদের সবার অ'ভিভাবক, আমাদের মমতাময়ী মা (মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা)’র সঙ্গে ৩০ সেকেন্ডের জন্য হলেও দেখা করতে চাই। অনেক কিছু বলার আছে। এই মনোবাসনা নিয়েই আমি ম'ক্কা ত্যাগ করবো। আমা'র বিশ্বা'স এই চাওয়া ব্যর্থ হবে না।

এর আগে সোমবার রাত সাড়ে ৮টার পর পবিত্র ম'ক্কার হারাম শরিফ থেকে ফেসবুক লাইভে আসেন মাহি।

লাইভে তিনি বলেন, আমি এখন পবিত্র হারাম শরিফে আছি। ওম'রাহ পালন করছি। আমি যেটা বলার জন্য ভিডিওটা করছি। আমি সেদিনও বলেছিলাম। আমা'র বি'কৃত এবং কু'রুচিপূর্ণ ব্যবহার ও ভাষার প্রতি-উত্তরের ভাষা আমা'র জানা ছিল না। দুই বছর আগের ঘটনা। তখন আমি শুধু আল্লাহর কাছে বলেছিলাম।

ওই ভিডিও’র ক্যাপশনে মাহি লিখেছেন, ‘বি'কৃত এবং কু'রুচিপূর্ণ ব্যবহার ও ভাষার প্রতিত্তোরের ভাষা আমা'র জানা ছিল না, নম্রতা আমা'র পারিবারিক শিক্ষা…।’

দুই মিনিট ৩০ সেকেন্ডের ওই ভিডিওতে চিত্রনায়িকা মাহি বলেন, ‘আমি সেদিনও খুব বিব্রত ছিলাম। নিজের আত্মসম্মানবোধে কতটুকু আ'ঘাত লেগেছে তা শুধু আমি আর আমা'র আল্লাহ জানেন। আজকেও আমি ভীষণভাবে বিব্রত। দেশবাসীর কাছে আমি কতটুকু ছোট হলাম। কিন্তু আপনারা নিজ থেকে একটু চিন্তা করে দেখবেন এই ভাষা ও ব্যবহারের কি প্রতিউত্তর আমা'র দেওয়া উচিত ছিল। সেদিন আসলে আমা'র বলার কিছু ছিলো না, তাই আমি চুপ থেকে পাশ কাটিয়ে গিয়েছি।

কালো বোরকা ও কালো মাস্ক পরা মাহি আরও বলেন, এটা ঠিক দুই বছর আগের একটি ঘটনা ছিল। আমি বরাবরের মতোই আল্লাহর কাছে বলেছি, আল্লাহ আমি ক'ষ্ট পেয়েছি। যার মাধ্যমে ক'ষ্ট পেয়েছি, কোনো না কোনো দিন সেই রেজাল্টটা তিনি পাবেন এবং তিনি পেয়েছেন। এটা প্রমাণিত। আলহাম'দুলিল্লাহ…

গেল ২৪ নভেম্বর নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ওম'রাহ পালনে যাওয়ার বিষয়টি জানান চিত্রনায়িকা মাহি। পোস্টে মাহি লিখেছিলেন, আলহাম'দুলিল্লাহ, জীবনে প্রথমবার ওম'রাহতে যাচ্ছি। এ অনুভূতি প্রকাশের ঊর্ধ্বে। তোমা'র জন্য অন্তর থেকে অনেক অনেক দোয়া। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

Back to top button