মিমি ও নুসরাতকে শোকজ নোটিশ
সাংসদ-অ'ভিনেত্রী মিমি চক্রবর্তী ও নুসরাত জাহানের নামে নিজ দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শোকজ নোটিশ ইস্যু হয়েছে। দলটির শীর্ষ নেতা অ'ভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডা'কা সংসদীয় বৈঠকে না থাকায় এ নোটিশটি দেওয়া হয়। সেই নোটিশে জানতে চাওয়া হয়েছে- দলীয় বৈঠকে তারা কেন অনুপস্থিত?
অধিবেশনের আসন্ন দিনগু'লিতে দলের গতিপ্রকৃতি কী' হবে সেসব পরিকল্পনা করার উদ্দেশ্য ডা'কা বৈঠকে অনুপস্থিত ছিলেন মিমি ও নুসরাত। জানা যায়, যারা বৈঠকে উপস্থিত ছিলেন না তাদের বি'রুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই তালিকায় নাম রয়েছে আছে দুই তারকা সাংসদের।
এদিকে, মিমি এখন রাজস্থানে শুটিং করছেন। তাই তার পক্ষে দলের মিটিংয়ে যোগ দেওয়া সম্ভব হয়নি। আর নুসরাতের না থাকার বিষয়টি স্পষ্ট নয় কারও কাছেই।