ইনস্টাগ্রামে নিজেই বিয়ের ছবি দিলেন ক্যাটরিনা

হাজারটা গুঞ্জন, রাখঢাক ছাপিয়ে বিয়েটা সেরেই ফেলছেন বলিউডের আ'লোচিত জুটি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। শোনা যাচ্ছিল বিয়ের কোনো ছবি যেন ফাঁ'স না হয় সে জন্য চূড়ান্ত গো'পনীয়তার আশ্রয় নিয়েছিলেন এই যুগল। কিন্তু বিয়ের পর পরই নিজের ভ্যারিফাইড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে বিয়ের চারটি ছবি পোস্ট করেছেন ক্যাটরিনা। ওই ছবিগুলোতে হাসিমুখে পোজ দিতে দেখা গেছে নবদম্পতিকে।

ভিডিও’র ক্যাপশনে ক্যাট নতুন জীবনের শুরুতে ভক্তদের ভালোবাসা ও আশীর্বাদও চেয়েছেন। এর আগে অবশ্য শোনা যাচ্ছিল ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে শতকোটি রুপিতে নিজেদের বিয়ের ছবি ও ভিডিও’র স্বত্ব বিক্রি করেছেন ভিক্যাট। তাই বিয়ের ছবি প্রকাশ নিয়ে এতো গো'পনীতা।

এদিকে, বৃহস্পতিবার তাদের বিয়ের অনুষ্ঠানের শুরুতেই বর ও নববধূর সাজে ভিক্যাটের ছবি ও ভিডিও ‘ফাঁ'স’ হয়।

ভিকিক্যাটরিনা.আপডেটস নামে একটি ইনস্টাগ্রাম পেজে তাদের বিয়ের ছবি ও ভিডিও প্রকাশ করা হয়। ছবিতে ক্যাট'কে দেখা গেছে, লাল লেহেঙ্গা, গলায় মালা, মা'থায় জড়োয়ায় নববধূর সাজে। ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের পোশাকে সেজে উঠেছেন ক্যাটরিনা। ঘিয়ে রঙা শেরওয়ানি আর পাগড়িতে বরবেশে দেখা গেছে ভিকিকে।বরবধূর সাজে পাশাপাশি দাঁড়িয়ে আছেন দুই তারকা। আর একটি ছবিতে দেখা যাচ্ছে, বাজির আলোয় আলো হয়ে উঠেছে গোটা দুর্গ। নীচে অ'তিথিদের ভিড়।

কাচের কাজ করা পালকিতে চড়ে বিয়ের মণ্ডপে এসেছেন ক্যাটরিনা। ফুল দিয়ে সাজানো হয়েছিল কনের পালকি। অন্যদিকে সাদা ঘোড়ায় চেপে বিয়ে করতে এসেছিলেন ভিকি।

মণ্ডপের চার দিকে তাঁবু খাটানো হয়েছিল অ'তিথিদের জন্য। ভিক্যাট তাদের বিয়ের অনুষ্ঠানে ইতালির শেফের তৈরি ৪ লাখ রুপি দামের পাঁচতলা কেক কাটবেন বলে জানা গেছে। এছাড়া অ'তিথিদের জন্য রাখা হয়েছে, ভা'রতের ঐহিত্যবাহী বিভিন্ন খাবার, ফুচকা, কচু'রি এমনকি পানও।

Back to top button