হারনাজ সান্ধু এই প্রশ্নের উত্তর দিয়ে ‘মিস ইউনিভা'র্স’ খেতাব জিতেন

ভা'রতের হয়ে ২১ বছর পর মিস ইউনিভা'র্সের মুকুট জয় করেছেন হারনাজ সান্ধু। বিজয়ী হওয়ার পর থেকে সবার কাছ থেকে অ'ভিনন্দন বার্তা পাচ্ছেন হারনাজ। ভা'রতের সাবেক দুই মিস ইউনিভা'র্স সুস্মিতা সেন ও লারা দত্তও অ'ভিনন্দন জানিয়েছেন ২১ বছর বয়সী মডেল ও অ'ভিনেত্রীকে।

তবে মিস ইউনিভা'র্সের মঞ্চে সেরার মুকুট পরলেও এখনো তা বিশ্বা'সই হচ্ছে না হারনাজ সান্ধু। তিনি জানিয়েছেন, ‘যখন মিস ইন্ডিয়াকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয় তখন আমি কেঁদেছি। সবকিছু অবিশ্বা'স্য লাগছে। আম'রা ২১ বছর অ'পেক্ষা করেছি। আম'রা বিজয়ী হয়েছি সেটা বিশ্বা'সই হচ্ছিল না। এখনো সবকিছু অবিশ্বা'স্য লাগছে।’

এবার মিস ইউনিভা'র্সের আসর বসেছিল ইস'রায়েলে। চূড়ান্ত পর্বে হারনাজ সান্ধু কে প্রশ্ন করা হয় নারীদের তিনি কী' পরাম'র্শ দিতে চান। উত্তরে হারনাজ বলেন, ‌‘বর্তমান সময়ে নারীরা নিজেদের উপর বিশ্বা'স রাখতে গিয়ে অ'সুবিধার সম্মুখীন হচ্ছেন।

আপনি সবার চেয়ে আলাদা— এই বিশ্বা'সই আপনাকে সুন্দর করে তোলে। অন্যের সঙ্গে নিজের তুলনা করা বন্ধ করতে হবে। পৃথিবীতে নানা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে। সেগুলো নিয়ে আলোচনা করতে হবে। সামনে আসুন, নিজের কথা বলুন, আপনার জীবনের নেতৃত্বে আপনিই। আপনার অ'ভিমতও আপনারই। আমি নিজের উপর বিশ্বা'স রেখেছিলাম। তাই আজ আমি এখানে দাঁড়িয়ে।’

Back to top button