বিয়ের পর প্রকাশ্যে এসে যা বললেন ভিকি-ক্যাটরিনা

বিয়ের পর প্রথমবার নবদম্পতি হিসেবে জনসমক্ষে এলেন ভিকি-ক্যাটরিনা। হাসিমুখে সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে দাঁড়ান নবদম্পতি।

গত ৯ ডিসেম্বর সাতশো বছরের পুরনো দুর্গে রাজকী'য় মেজাজে বিয়ে সেরেছেন ক্যাটরিনা ও ভিকি। তারপর থেকে বিয়ের একাধিক ছবি পোস্ট করেছেন দুই তারকা। তাও আবার একই ক্যাপশন দিয়ে।

মঙ্গলবার মুম্বাইয়ে ফেরেন তারা। প্রথমে শোনা গিয়েছিল, জুহুর নতুন ফ্ল্যাটে থাকবেন ভিকি-ক্যাটরিনা। কিন্তু এদিন আন্ধেরির বাড়িতে পৌঁছান দুই তারকা। সূত্রের খবর, সেখানেই হয়েছে নববধূ ক্যাটরিনার গৃহপ্রবেশ।

কালো গাড়িতে করে ক্যাটরিনাকে নিয়ে বাড়ি পৌঁছান ভিকি। ভিকির পরনে ছিল অফহোয়াইট শার্ট ও প্যান্ট। পিচ রঙের সালোয়ার পরেছিলেন ক্যাটরিনা। মা'থায় সিঁদুর, হাতে লাল-সাদা চুড়ি। ঠিক যেমনটি পাঞ্জাবি পরিবারের নববধূদের সাজ হয়। হাসিমুখেই পাপারাজ্জির ক্যামেরার সামনে পোজ দেন দুই তারকা। সকলকে ধন্যবাদ জানান পাশে থাকার জন্য।

পাঞ্জাবি পরিবারের ছে'লে ভিকি কৌশল। তাই সেই রীতি মেনেই বিয়ে হয়েছে। প্রথা অনুযায়ী, বিয়েতে যখন কনেকে ছাদনাতলায় নিয়ে আসা হয়, তার মা'থার উপর চাদর ধরে রাখেন ভাইয়েরা। কিন্তু ক্যাটরিনার মা'থার উপর ফুলের চাদর ধরেছিলেন তাঁর ছয় বোন।

লি'ঙ্গবৈষম্যকে বুড়ো আঙুল দেখিয়ে ক্যাটরিনাকে ছাদনাতলায় নিয়ে আসেন তাঁর বোনেরা। শোনা গিয়েছে, মুম্বইয়ের এলাহি রিসেপশন হবে ভিকি-ক্যাটরিনার। সেখানে উপস্থিত থাকবেন বলিউডের তারকারা। ইতিমধ্যেই নিমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে। তার সঙ্গে অনেক উপহারও পাঠানো হয়েছে।

Back to top button