শিকল দিয়ে বেঁধে রাখতে ইচ্ছে করে রণবীরকে : দীপিকা
বলিউডের অন্যতম ‘পাওয়ার কাপল’ দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। অনুরাগীদের কাছে দারুণ হিট এই জুটি। এতোটাই যে ভালোবেসে তাদের জুটির নাম দেয়া হয়েছে ‘দীপবীর’। তা তাদের সফল দাম্পত্য জীবনের র'হস্যটা ঠিক কী'? সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই র'হস্য ফাস করেছেন দীপিকা। পাশাপাশি কথা ওঠে রণবীরের ব্যক্তিগত বর্ণময় জীবনের। সে প্রসঙ্গেও দীপিকা জানিয়েছেন কী'ভাবে তিনি তার স্বামীর সেই ব্যাপারটি নিয়ন্ত্রণ করেন।
‘ফিল্মি কম্প্যানিয়ন’কে দেয়া ওই সাক্ষাৎকারে রাখা দীপিকা বলেন, ‘আমাদের দাম্পত্য সুখী হওয়ার অন্যতম কারণ রণবীর ও আমা'র পরস্পরের মধ্যে জমাট যোগাযোগ। সহ'জভাবে বলতে গেলে নিজেদের প্রায় প্রতিটি বিষয়ে আম'রা পরস্পরের সঙ্গে আলোচনা সারি। এমন নয় যে প্রতিটি বিষয়ে আমাদের দারুণ মিল কিংবা আম'রা শেষপর্যন্ত কোনো ব্যাপারে সহমত পোষণ করি, তবে কথা বললে ব্যাপারটি বুঝতে আরো সহ'জ হয়ে যায়। দাম্পত্য জীবনে যেই বিষয়টি ভীষণভাবে প্রয়োজন। যেমন ধরুন, কোনো বিষয়ে মতান্তর হচ্ছে আমাদের। এরপর কথাশেষে ধরুন ওই জিতলো আর আমি একপ্রকার ভেবে টেবে মেনে নিলাম’।
চেন্নাই এক্সপ্রেস’ নায়িকা আরো যোগ করেন, “আবার এমনো কখনো কখনো হয় যে কোনো ব্যাপারে আমা'র দৃঢ় বিশ্বস থেকে জো'র দিয়ে কিছু বলছি আমি এবং শেষপর্যন্ত রণবীর বলে ওঠে, ‘ঠিক আছে। আমি তোমা'র সঙ্গে এ ব্যাপারে পুরোপুরি সহমত নয়, কিন্তু এক্ষেত্রে কাজ চালিয়ে নেবো’। এরকম মুহূর্ত আসে আমাদের মধ্যে’।”
রণবীরের বর্ণময় ব্যক্তিত্ব ও জীবনের কথা উঠলে মজার সুরে দীপিকা বলে ওঠেন, ‘আমা'র তো ইচ্ছে করে ব্যাটাকে শিকলে বেধে রাখি। তবে কী' আর করবো। এটা রণবীর বোঝে আর বেশ মজা পায় ব্যাপারটায়। এই যে রাগ করি আমি ওর উপর, তারপরেও কিছু করে উঠতে পারি না আমি তাতেই ছে'লেমানুষের মতো খুশি হয় ও। সত্যি কথা বলতে কী', রণবীরকে এক্ষেত্রে পাল্টাতে পারবো না আমি। আর তাই ও মনের আনন্দে মজা করে। মনে মনে আমিও সেটা মেনে নিয়েছি!’ সূত্র: হিন্দুস্তান টাইমস