মেহ'জাবীনকে নিয়ে সেই গুঞ্জন সত্য হলো
টিভি পর্দার জনপ্রিয় অ'ভিনেত্রী মেহ'জাবীন চৌধুরী সম্প্রতি অ'ভিনয় থেকে বিরতি নিয়েছেন। এরইমধ্যে তাকে নিয়ে শুরু হয়েছে নতুন গুঞ্জন। জনপ্রিয় নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে তার একটি ছবি প্রকাশ্যে এসেছে।
আজ শনিবার ইনস্টাগ্রামে ছবিটি প্রকাশ করে ক্যাপশনে রাজীব লিখেছেন, ‘ভালোই লাগে।’ রাজীবের তোলা সেলফিতে হাস্যোজ্জ্বলরূপে ধ'রা দিয়েছেন মেহ'জাবীন।
রাজীবের সঙ্গে মেহ'জাবীনের প্রে'ম-বিয়ে নিয়ে গুঞ্জন বহুদিনের। তবে তারা এখনো কেউ এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেননি। রাজীব-মেহ'জাবীনের অন্তরঙ্গ মুহূর্তের ছবিটি দেখার পর অনেকেই মনে করছেন, দীর্ঘদিনের সেই গুঞ্জনই হয়তো এবার স্বীকার করে নিয়েছেন মেহ'জাবীন-রাজীব।
মেহ'জাবিনের সোশ্যাল হ্যান্ডেলের রাজীবের তেমন কোনো ছবি নেই। তবে জনপ্রিয় নির্মাতা রাজীবের ইনস্টাগ্রামের ওয়ালজুড়ে রয়েছে মেহ'জাবীনের বেশ কিছু ছবি। বিভিন্ন অনুষ্ঠানেও তাদের এক সঙ্গে দেখা গেছে।