সামান্থাকে কটাক্ষ করলেন নাগার

দক্ষিণি ছবির আ'লোচিত সাবেক তারকা দম্পতি নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভুর বিচ্ছেদ প্রশ্নে মানুষের কৌতুহলের শেষ নেই। জানা যায়, অন্যতম ওয়েব সিরিজ ‘ফ্যামিলি ম্যান টু’তে অন্তরঙ্গ দৃশ্যে সামান্থার অ'ভিনয়ই বিচ্ছেদর কারণ।

খবর আনন্দবাজারের বলা হয়, নাগার পরিবারের আ'পত্তি অগ্রাহ্য করে সামান্থা প্রথমবারের মতো আইটেম গানে নেচেছেন এবং অন্তরঙ্গ দৃশ্যতেও অ'ভিনয় করেছেন। যার কারণে স্বামী ও শ্বশুরবাড়ির মানুষদের সঙ্গে দূরত্ব তৈরি হয় সামান্থার। যদিও এক সাক্ষাৎকারে নাগা আকারে-ইঙ্গিতে সামান্থার সঙ্গে তার দূরত্বের কারণ বুঝিয়ে দিয়েছিলেন।

সেই সাক্ষাৎকারে নাগা বলেছেন, ‘আমি সব ধরনের চরিত্রে অ'ভিনয় করতে রাজি। কিন্তু এমন কোনও চরিত্র করব না, যা আমা'র বা আমা'র পরিবারের সম্মান নিয়ে প্রশ্ন তুলবে অথবা আমা'র পরিবারের সদস্যদের লজ্জায় ফেলবে।’ নাগার এমন মন্তব্য শুনে তাই দু’য়ে–দু’য়ে চার করেছেন অনেকেই।

অনুরাগীরা মনে করছেন, সাবেক স্ত্রী'র সিদ্ধান্তকে খোঁচা দিয়েই নাকি প্রকাশ্যে নির্দ্বিধায় এ কথা বলেছেন তিনি। নাগার এমন মন্তব্যে চাঞ্চল্য ছড়ায়। এদিকে, ইন্ডাস্ট্রির অন্দরেরও একই ইঙ্গিত। শোনা যায়, সামান্থার অন্তরঙ্গ দৃশ্যে অ'ভিনয়ে আ'পত্তি ছিল নাগার পরিবারের। বাড়ির বউকে ‘সাহসী’ চরিত্রে দেখতে নারাজ ছিলেন তারা। তবে শ্বশুরবাড়ির সেই মত উপেক্ষা করেই ‘দ্য ফ্যামিলি ম্যান ২’-এ অন্তরঙ্গ দৃশ্যে অ'ভিনয় করেন সামান্থা। ‘আইটেম’ গানেও নাচেন।

Back to top button