রাজীব মেহ'জাবিনকে জড়িয়ে বললেন ‘ভালোই লাগে’

নাট্যাঙ্গনের জনপ্রিয় অ'ভিনেত্রী মেহ'জাবিন চৌধুরীর সঙ্গে নির্মাতা আদনান আল রাজীবের স'ম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা গেছে। তবে ব্যক্তিগত জীবন নিয়ে কখনোই কথা বলেননি তারা।

এবার রাজীব নিজেই তাদের একান্ত ছবি শেয়ার করে গুঞ্জন উসকে দিলেন। শনিবার (১৮ ডিসেম্বর) ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মেহ'জাবিনের একটি ছবি শেয়ার করেন রাজীব। যেখানে দেখা যাচ্ছে, সমুদ্রের পাড়ে কোনো একটি রিসোর্টের ব্যালকনিতে দাঁড়িয়ে রাজীবকে জড়িয়ে ধরে আছেন মেহ'জাবিন। তার বুকে মা'থা রেখেছেন এই অ'ভিনেত্রী।

এই ছবির ক্যাপশনে রাজীব লিখেছেন, ‘ভালোই লাগে’। এ ছাড়াও আদনানের ফেসবুকেও বেশ কিছু ছবিতে তার সঙ্গে মেহ'জাবিনকে দেখা গেছে।

মেহ'জাবিন ও রাজীবকে বিভিন্ন সময় একসঙ্গে দেখা গেছে। বিদেশেও একসঙ্গে ঘুরতে গেছেন বলে শোনা গেছে। আবার তাদের বিয়ের গুঞ্জনও শোনা গেছে একাধিকবার। কিন্তু কখনো স'ম্পর্কের বিষয়টি স্বীকার করেননি তারা। এবার ছবি আপলোডের মাধ্যমে যেন এক প্রকারের প্রে'মের বিষয়টি স্বীকার করে নিলেন তারা।

Back to top button