‘পিকে’ সিনেমা'র জন্য যত পান খেয়েছিলেন আমির খান

রাজকুমা'র হিরানি পরিচালিত পিকে সিনেমাটি ২০১৪ সালে মুক্তি পায়। সিনেমাটি সাত বছর পূর্ণ করেছে। বলিউডে ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত আমির খান। আমির যে সিনেমাতেই কাজ করেন পুরোপুরিভাবে ওই চরিত্রের জন্য গভীরে চলে যান। সিনেমা'র জন্য কখনো কখনো ঝরিয়েছেন ওজন আবার কখনো বাড়িয়েছেন ওজন। তার জনপ্রিয় সিনেমা পিকেতে তাকে দেখা যায় এলিয়েন চরিত্রে।

এ সিনেমা'র জন্য তিনি দৈনিক ১০০টিরও বেশি পান খেয়েছিলেন।

আমির খান বলেন, আমি পান খেতে অ'তটা অভ্যস্ত নই। মাঝে মাঝে পান খেয়েছি। তবে এই ছবির জন্য আমাকে অনেক বেশি পান খেতে হয়েছিল।

আমির খান আরো বলেন, ভেবেছিলাম যে প্রতিটি দৃশ্যের জন্য ৫০-৬০টি খেতে হতে পারে। কিন্তু ছবির পরিচালক আরো বেশি খেতে বলেন, না হয় যে রকম চাচ্ছিলেন সে রকমটি হবে না। এজন্য তাকে প্রতি দৃশ্যে ১০০টির বেশি পান খেতে হতো।

পিকের সেটে একজন পানওয়ালাও ছিল। প্রতিবার দৃশ্যের জন্য আমিরকে একটি তা'জা পান খেতে হতো। এমনকি শুটিং শুরু করার আগে, মুখের ভেতরে এবং ঠোঁটে সঠিক রং পেতে কমপক্ষে ১০-১২টি পান খেয়েছেন আমির।

রাজকুমা'র হিরানি পরিচালিত ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছেন হিরানি এবং বিধুবিনোদ চোপড়া। এতে আরো অ'ভিনয় করেন আনুশকা শর্মা, সুশান্ত সিং রাজপুত, সঞ্জয় দত্ত, বো'মান ই'রানি ও সৌরভ শুক্লা।

Back to top button