মুন্নিকে নিয়ে ফিরছেন সালমান খান
সালমান খানের ক্যারিয়ারের অন্যতম আ'লোচিত ও সফল সিনেমা বজরঙ্গি ভাইজান। ২০১৫ সালে ১৭ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পায় সিনেমাটি। ভা'রত-পা'কিস্তানের ওপর নির্মিত সিনেমাটির গল্প মানুষের হৃদয় ছুঁয়ে গিয়েছিল। এবার এই ব্লকবাস্টার সিনেমাটির সিক্যুয়েলের ঘোষণা দিয়েছেন সালমান খান। সম্প্রতি ‘আরআরআর’ সিনেমা'র প্রি-রিলিজ ইভেন্ট চলাকালীন এই সিক্যুয়েলের ঘোষণা দেন তিনি। এটি লিখবেন নির্মাতা এস এস রাজামৌলির বাবা কে ভি বিজয়েন্দ্র প্রসাদ, প্রথম কিস্তির গল্পও তারই ছিল। সালমান রাজামৌলি এবং ‘আরআরআর’ টিমকে সম'র্থন করতে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মুন্নি নামের এক বাকপ্রতিব'ন্ধী পা'কিস্তানি শি'শুকে নিয়ে সিনেমাটির গল্প গড়ে ওঠে। যে কিনা দুর্ঘ'টনাক্রমে ভা'রতে চলে আসে। এক পর্যায়ে মে'য়েটিকে ভাইজান (সালমান খান) উ'দ্ধার করে তার দেশে পাঠানোর জন্য উপায় খুঁজতে থাকেন। জীবনের ঝুঁ'কি নিয়ে তাকে পৌঁছে দেন আপন ঠিকানায়।
বজরঙ্গি ভাইজান পরিচালনা করেছিলেন কবির খান। সালমান ছাড়াও এতে আরও ছিলেন করিনা কাপুর খান ও নওয়াজউদ্দিন সিদ্দিকি। মুন্নি চরিত্রে ছিলেন হারশালি মালহোত্রা। সিনেমাটি মুক্তি পাওয়ার পর ফিল্মফেয়ারে সেরা শি'শুশিল্পীর পুরস্কার উঠে তার হাতে। পুরো সিনেমা জুড়ে শি'শুশিল্পী হিসেবে চরম সুখ্যাতি কুড়িয়েছিলেন তিনি।