আজ সন্ধ্যায় আসছে দূরবীনের দিও খবর
২০০৪ সালে যাত্রা শুরু করেছিল তারণ্যের ব্যান্ড দূরবীন। ব্যান্ডটি এই ১৭ বছরে বেশ কিছু শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছে। এবার ১৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী' উপলক্ষে দূরবীন হাজির হচ্ছে তাদের নতুন গান নিয়ে।
আজ সন্ধ্যায় প্রকাশ হচ্ছে ব্যান্ডটির নতুন গান ‘দিও খবর’। এর কথা লিখেছেন নাহিদ হাসান। সুর করেছেন ব্যান্ডের দলনেতা ও ভোকাল শহীদ। সংগীতায়োজনে দূরবীন। শহীদ বলেন, গানটি আমাদের ১৭ বছর প্রতিষ্ঠাবিার্ষিকী'র উদযাপনের অংশ হিসেবে প্রকাশ করছি।
আশা করছি ভালো লাগবে গানটি। এখন থকে প্রতি মাসে একটি করে গান প্রকাশের ইচ্ছা রয়েছে আমাদের। এরইমধ্যে ১০- ১২টি গানের কাজ শেষ হয়েছে। দূরবীনের বর্তমানে লাইনআপে আছেন-শহীদ (ভোকাল), কাজী শুভ (ভোকাল), আইয়ুব শাহরিয়ার (ভোকাল), শাহরিয়ার জামান (ড্রামস), জয়/হৃদয় (গিটার) এবং শাওন (বেজ গিটার)।