স্বামীর সাথে পবিত্র ওম'রাহ পালনে অ'ভিনেত্রী সানা
ইস'লামের পথেই পরবর্তী জীবন অ'তিবাহিত করতে চান। তাই ছেড়েছিলেন বলিউডের রঙিন জীবনও। অথচ বলিউডে সানা খান ‘ওয়াজাহ তুম হো’, ‘জয় হো’সহ একাধিক বলিউড সিনেমায় অ'ভিনয় করে সিনেপ্রে'মীদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। অনেক আঞ্চলিক সিনেমায় অ'ভিনয় করেছেন সানা। বিগবসেও তিনি নজরকাড়া প্রতিযোগিদের একজন।
বলিউডকে বিদায় জানানোর পর গত বছরের ২১ নভেম্বর মুফতি আনাস সায়েদের সাথে নিকাহ হয় সানার। এবার আনাসের সাথে ওম'রাহ করতে গেলেন সানা।
নিজের ভ্যারিফাইড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই তথ্য জানিয়ে স্বামীর সাথে একটি ছবি পোস্ট করে সানা খান লিখেছেন, বিয়ের পর তার জীবনের সবচেয়ে সুন্দর সফর।বিয়ের পর এবারই প্রথম স্বামীকে নিয়ে ওম'রাহ পালনে যাচ্ছেন তিনি।