সাপের কামড় খেয়ে হাসপাতা'লে সালমান খান
নিজের খামা'রবাড়িতেই সাপের কামড় খেয়ে হাসপাতা'লে ভর্তি বলিউড অ'ভিনেতা সালমান খান। বলিপাড়ায় ভাইজানখ্যাত এ অ'ভিনেতা সময় কা'টাচ্ছিলেন তার পানভেলের খামা'রবাড়িতে। আর সেখানেই ঘটে এ দুর্ঘ'টনা।
রবিবার ভোরে এ ঘটনা ঘটে। পরে তাকে চিকিৎসার জন্য মুম্বাইয়ের কমোথে এমজিএম হাসপাতা'লে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে ওই দিনই সকাল ৯টায় তাকে ছেড়ে দেওয়া হয়। খবর টাইমস অব ইন্ডিয়ার।
সালমান খানের হাতে সাপ কামড় দেয়। হাসপাতা'লে তাকে একটি অ্যান্টি-ভেনম ওষুধ দেওয়ার পর কয়েক ঘণ্টা পর্যবেক্ষণে রেখে ছেড়ে দেওয়া হয়। এখন তিনি ভালো আছেন। বর্তমানে তিনি নিজের বাড়িতেই বিশ্রামে রয়েছেন। তবে তাকে কতদিন বিশ্রামে থাকতে হবে এই বিষয়ে কিছু জানা যায়নি।
সোমবার (২৭ ডিসেম্বর) সালমানের ৫৬তম জন্ম'দিন। বরাবরই পরিবার এবং অনুরাগীদের সঙ্গে নিজের বিশেষ দিন পালন করেন তিনি।
ভাইজানের জন্ম'দিনের একদিন আগে এ দুর্ঘ'টনা ঘটে। পানভেল ফার্মহাউসে জমকালো জন্ম'দিন উদযাপন করা এই বলি তারকার এক ধরনের ঐতিহ্য। আর এ জন্যই বোন অর্পিতা খান শর্মা'র নামে রাখা পানভেল ফার্মহাউসে অবস্থান করেছিলেন তিনি।
সোমবার সালমানের ৫৬তম জন্ম'দিন। এর আগের জন্ম'দিনেও এখানে আয়োজন করেছিলেন তিনি। আর প্রথম লকডাউনের সময় নিজের নিরাপদ স্থান হিসেবে এ জায়গাটিকেই বেছে নিয়েছিলেন সালমান।
এদিকে কয়েকদিন আগে ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত বলিউডের আ'লোচিত সিনেমা ‘বজরাঙ্গি ভাইজান’-এর সিক্যুয়েল নির্মাণের ঘোষণা দিয়েছেন সালমান খান।
মুম্বাইয়ে ‘বাহুবলি’ নির্মাতা এস এস রাজামৌলির মুক্তির অ'পেক্ষায় থাকা ‘আরআরআর’ চলচ্চিত্রের প্রচারণায় অংশ নিয়ে সালমান এ ঘোষণা দেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা পিটিআই।
এস এস রাজামৌলির বাবা কে ভি ভিজেন্দ্রা প্রাসাদের গল্পে ‘বজরাঙ্গি ভাইজান’ পরিচালনা করে নির্মাতা কবির খান।
সিক্যুয়েল নিয়ে সালমান খান বলেন, “রাজামৌলি ও তার বাবার সঙ্গে আমা'র খুব ভালো স'ম্পর্ক। আম'রা শিগগিরই একসঙ্গে ‘বজরাঙ্গি ভাইজান ২’ সিনেমা'র কাজ শুরু করব।”
ভা'রত-পা'কিস্তানের স'ম্পর্কের প্রেক্ষাপটে নির্মিত সিনেমাটি মুক্তির পরপরই বক্স অফিসে সাড়া ফেলেছিল। এতে প্রধান চরিত্রে অ'ভিনয় করে দর্শকদের মাঝে প্রশংসা পেয়েছেন সালমান খান; অ'ভিনয়ের পাশাপাশি সিনেমা'র প্রযোজনাও যু'ক্ত ছিলেন সালমান।
এতে বাকশক্তিহীন শি'শু মুন্নির চরিত্রে অ'ভিনয় করে দর্শকের হৃদয় ছুঁয়েছিল শি'শুশিল্পী হারশালি মালহোত্রা। কারিনা কাপুর খান, নওয়াজউদ্দিন সিদ্দিকী'সহ আরও অনেকে অ'ভিনয় করেন।
তবে সিক্যুয়েলে কারিনা কাপুর, হারশালি মালহোত্রা থাকবেন কি না তা নিশ্চিত করেননি সালমান।