সন্তানের মা হচ্ছেন তিশা

বহুল আ'লোচিত এক দম্পতি। মোস্তফা সরয়ার ফারুকী' ও নুসরাত ইম'রোজ তিশা। একজন নির্মাতা, অন্যজন অ'ভিনেত্রী। ২০১০ সালের ১৪ জুলাই তারা বিয়ের পিঁড়িতে বসেন। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হতেই আবারো কাজে ব্যস্ত হয়ে পড়েন। তবে এবার সকল কাজের অবসান ঘটিয়ে শুখবর দিলেন ফারুকী'। সন্তানের মা হচ্ছেন তিশা বাবা হচ্ছেন ফারুকী'। এ ব্যাপারে ফারুকী' সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ ২৮ ডিসেম্বর সন্ধ্যায় তাদের দুটি ছবি পোস্ট করেছেন। এতে লিখেছেন –
“যখন তোমা'র জন্ম হয়, তখন একই সাথে আসলে জন্ম হয় আমাদেরও আমি যখন কবিতা লিখি তখন কবিতাও কি কিছুটা লিখে না আমায়?’
সন্তানের চোখে নিজের জন্ম হতে দেখা, একজন মা হিসেবে, একজন বাবা হিসেবে, এক অনির্বচনীয় অনুভুতিই আসলে। বেশ কিছুদিন ধরে তিশাকে এবং আমাকে এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে- “তিশাকে কেনো কোথাও দেখা যাচ্ছে না?” “সে কেনো সবকিছুতে অনুপস্থিত?”
অনুপস্থিত কারন আমাদের জীবনে আরেকজন মানুষের উপস্থিতি। তিশা এবং আমি আমাদের প্রথম সন্তানের অ'পেক্ষায় আছি। আপনারা দোয়া করবেন যাতে আমাদের সন্তান মায়ের গর্ভের নিরাপদ আশ্রয় থেকে সুস্থভাবে এই পৃথিবীর আলো বাতাসে আসে।

Back to top button