চিত্রনায়িকা শাবনূর হাসপাতা'লে ভর্তি
প্রা'ণঘাতি ক’রোনাভা’ই'রাসে আ'ক্রান্ত হয়ে অস্ট্রেলিয়ার সিডনি হাসপাতা'লে ভর্তি হয়েছেন ঢাকাই সিনেমা'র দর্শকপ্রিয় অ'ভিনেত্রী শাবনূর।
বুধবার (২৯ ডিসেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অ'ভিনেত্রীর বোন ঝুমুর।
তিনি জানান, গত সপ্তাহ থেকে জ্বর ছিল। এরপর তার করো'না টেস্ট করালে করো’না পজি’টিভ আসে। এরপর বাসায় আইসোলেটেড ছিল। কিন্তু হঠাৎ করেই আজ একটু সমস্যাবোধ করলে অ্যাম্বুলেন্স কল করে হাস’পাতা'লে ভর্তি হন।
বর্তমানে হাসপাতা'লে চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছে বলে জানান শাবনূরের বোন ঝুমুর।
প্রসঙ্গত, বাংলা সিনেমা'র এক উজ্জ্বল অধ্যায়ের নাম শাবনূর। রূপে, গুণে আর অ'ভিনয়ে মাতিয়েছেন দুই দশক। নব্বই দশক থেকে দাপটের সঙ্গে অ'ভিনয় করেছেন এই অ'ভিনেত্রী। ঢাকাই সিনেমায় অ'ভিষেকের পর দেশের প্রথম সারির নায়িকা হিসেবে নিজের দ্যুতি ছড়ান এই চিত্রনায়িকা।
নব্বই দশক থেকে ২০১০, টানা অ'ভিনয় করেন শাবনূর। ১৯৯৩ সালে প্রয়াত নির্মাতা এহতেশামের ‘চাঁদনী রাতে’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অ'ভিষেক ঘটে তার। ১৯৯৪ সালে জহিরুল হকের ‘তুমি আমা'র’ চলচ্চিত্রে সালমান শাহ’র বিপরীতে প্রথম অ'ভিনয় করেন শাবনূর। এই চলচ্চিত্রটির পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই অ'ভিনেত্রীকে। একের পর এক সুপারহিট চলচ্চিত্র উপহার দিয়েছেন ঢালিউডের এই ‘স্বপ্নের নায়িকা’।
সালমান-শাবনূর জুটি বেঁধে ১৪টি সিনেমায় অ'ভিনয় করেন। যার প্রতিটিই দর্শকপ্রিয়তা পায়। সালমানের মৃ'ত্যুর পর চিত্রনায়ক রিয়াজ, ফেরদৌস, মান্না ও শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন শাবনূর। ২০০৫ সালে ‘দুই নয়নের আলো’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অ'ভিনেত্রী ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।
প্রায় ৮০ টির মতো চলচ্চিত্রে অ'ভিনয় করেছেন এই নায়িকা। ২০১২ সালে ২৮ ডিসেম্বর তিনি বিয়ে করেন। ২০২০ সালের ২৬ জানুয়ারি প্রবাসী অনীক মাহমুদের সঙ্গে তার বিচ্ছেদ হয়। আইজান নামে একটি পুত্র সন্তান আছে।