লাইফ সাপোর্টে চিত্রনায়ক সোহেল রানা

দেশের প্রখ্যাত চলচ্চিত্র অ'ভিনেতা, প্রযোজক ও পরিচালক মাসুদ পারভেজ সোহেল রানাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার সকালে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

চিত্রনায়ক সোহেল রানার স্ত্রী' জিনাত বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।

কয়েক দিন ধরে জ্বর ও কাশিতে ভুগছিলেন সোহেল রানা। এরপর চিকিৎসকের পরাম'র্শে হাসপাতা'লে গিয়ে পরীক্ষা করিয়ে তার করো'না পজিটিভ আসে। ২৫ ডিসেম্বর রাত থেকে সোহেল রানা ভর্তি আছেন রাজধানীর এভা'রকেয়ার হসপিটালে।

চাষী নজরুল ইস'লাম পরিচালিত বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযু'দ্ধের চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ ছবির প্রযোজনা দিয়ে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন মাসুদ পারভেজ। ১৯৭৩ সালে কাজী আনোয়ার হোসেনের বিখ্যাত কাল্পনিক চরিত্র মাসুদ রানার একটি গল্প অবলম্বনে ‘মাসুদ রানা’ ছবির নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন এবং সোহেল রানা নাম নেন তিনি। একই ছবির মাধ্যমে তার পরিচালক হিসেবেও যাত্রা শুরু হয়।

দীর্ঘ ক্যারিয়ারে তিনি বহু কালজয়ী সিনেমা উপহার দিয়েছেন। তিনবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ২০১৯ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পান সোহেল রানা। ১৯৬১ সালে কলেজে পড়তেন সোহেল রানা। তখন থেকেই তিনি রাজনীতির সঙ্গে জ'ড়িত। মুক্তিযু'দ্ধের সময় ঝাঁপিয়ে পড়েন পা'কিস্তানি হানাদারদের বি'রুদ্ধে। প্রযোজক হিসেবে সোহেল রানা ওরফে মাসুদ পারভেজ নির্মাণ করেন মুক্তিযু'দ্ধের প্রথম ছবি ‘ওরা ১১ জন’।

Back to top button