মা হতে চলেছেন কাজল আগারওয়াল, স্বীকার করলেন স্বামী

দক্ষিণ ভা'রতীয় জনপ্রিয় অ'ভিনেত্রী কাজল আগারওয়ালকে নিয়ে মাসখানেক ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল যে তিনি মা হতে যাচ্ছেন। এবার গুঞ্জনের বিষয়টি স্বীকার করে নিলেন তার স্বামী গৌতম কিচলু। নতুন বছরের প্রথমেই ঘরে নতুন অ'তিথি আসার কথা সবাইকে জানিয়েছেন তিনি।

ইনস্টাগ্রামে কাজলের সঙ্গে তোলা ছবি পোস্ট করে গৌতম লেখেন, ‘আম'রা তোমা'র দিকে তাকিয়ে রয়েছি ২০২২। ’ পোস্টের সঙ্গে এক অন্তঃসত্ত্বা মহিলার ইমোজি জুড়ে দেন গৌতম। সরাসরি নয়, বরং একটু সা'সপেন্স বজায় রেখে কাজলের অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিয়েছেন তিনি।

২০২০ সালের অক্টোবরে ইন্টেরিয়র ডিজাইনার গৌতম কিচলুর সঙ্গে ঘর বাঁধেন কাজল। সংসার জীবনের দুই বছরের মা'থায় তারা দুই থেকে তিন হচ্ছেন। ২০০৪ সাল থেকে বলিউডে যাত্রা শুরু কাজলের।

‘সিংঘম’ সিনেমায় অজয় দেবগনের সঙ্গে অ'ভিনয় করেছেন তিনি। তামিল, তেলেগু ও হিন্দি সিনেমায় বেশ জনপ্রিয় অ'ভিনেত্রী তিনি। চিরঞ্জীবীর সঙ্গে কোরাতালা শি'বা পরিচালিত ‘আচার্য’ এবং কমল হাসানের সঙ্গে ‘ইন্ডিয়ান টু’ সিনেমা'র কাজ সম্পন্ন করেছেন কাজল। অন্যদিকে, মুক্তির অ'পেক্ষায় রয়েছে তার ‘প্যারিস প্যারিস’ সিনেমাটি। এছাড়া ‘উমা’র কাজ সম্পন্ন করেছেন তিনি।

Back to top button