দুই কোটি টাকা দিয়ে ম'সজিদ বানালেন নায়িকা রোজিনা
দুই কোটি টাকা ব্যয়ে নান্দনিক ম'সজিদ নির্মাণ করে দিয়েছেন আশির দশকের জনপ্রিয় নায়িকা রোজিনা। আজ জুমা'র নামাজ পড়ার মাধ্যমে ম'সজিদটি উদ্বোধন করা হয়। এ দিন রোজিনা জানালেন, এখানে একটি চক্ষু হাসপাতাল করার পরিকল্পণা আছে তার।
শৈশবের স্মৃ'তি বিজ'ড়িত রাজবাড়ীর গোয়ালন্দ উপজে'লায় ওই ম'সজিদটি নির্মাণ করেন তিনি। ম'সজিদটির নাম ‘দশ গম্বুজ খাদিজা জামে ম'সজিদ’।
শুক্রবার রোজিনা সমকালকে বলেন, ‘অনেক দিনের স্বপ্ন ছিলো এই ম'সজিদ নিয়ে। আল্লাহর ঘরটি অবশেষে সম্পন্ন করে আজ উদ্বোধন করা হলো। এই ম'সজিদ নির্মাণের পেছনে অনেকের অবদান আছে। সবার কাছে অশেষ কৃতজ্ঞ আমি।’
রোজিনা বলেন, জন্মভূমির কথা আমা'র সবসময় মনে পড়ে। ব্যস্ততার কারণে গোয়ালন্দে তেমন আসা হয় না। এরপরও আমা'র সমস্ত অনুভূতিজুড়ে আমা'র এই জন্মভূমি। সেই অনুভূতি থেকেই বাড়ির সামনে মায়ের নামে ম'সজিদ নির্মাণ করছি। এবার এখানে একটি চক্ষু হাসপাতাল করতে চাই। সবার সহযোগিতা পেলে সেটির কাজ শুরু করব শিগগিরই।
১৯৭৭ সালে ‘আয়না’ ছবিতে ছোট একটি চরিত্রে শায়লা নাম নিয়ে প্রথম দর্শকের সামনে আসেন রোজিনা। এরপর ‘রাজমহল’ ছবিতে নায়িকা হিসেবে তার অ'ভিষেক হয়। ছবিটি ১৯৭৮ সালে মুক্তি পায়। ছবিটি সে সময় সুপার ডুপার হিট করায় রোজিনাকে আর ফিরে তাকাতে হয়নি। পুরো আশির দশকে রোজিনা ছিলেন ঢালিউডের চাহিদা সম্পন্ন নায়িকা।