কমেডিয়ান ভা'রতীর সদ্যোজাত ছে'লেকে যা বানাতে চান সালমান

কমেডিয়ান ভা'রতী সিং আর তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়া এখন সন্তানসুখে আপ্লুত। গত রবিবারই ভা'রতী এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। নেটমাধ্যমে নিজেদের ছবি দিয়ে সুখবর জানিয়েছেন। যদিও সদ্যোজাতের কোনও ছবি তাঁরা এখনও প্রকাশ করেননি। কিন্তু বাচ্চাটির জন্মের পর পরই ‘বিগ বস ১৫’-এর একটা ভিডিও ক্লিপ ভাই'রাল হয়েছে।

৩ মাসের পুরনো সেই অনুষ্ঠানে সন্তানসম্ভবা ভা'রতীর পাশে দাঁড়িয়ে স্বামী হর্ষ। হাতে মিষ্টির বাক্স। তাঁরা দু’জনেই সন্তানের আগমনবার্তা ঘোষণা করে তাদের ধ'র্মীয় রীতি অনুযায়ী সাধভক্ষণ অনুষ্ঠানে নেমন্তন্ন করলেন সালমান খানকে।

শুধু তাই নয়, সালমানের আশীর্বাদ প্রার্থনা করে আরেক আবদার রাখেন ভা'রতী। বলেন, সালমানের খামা'রবাড়িতেই সাধভক্ষণের অনুষ্ঠান করতে চান, বাড়িটি কি দেবেন সালমান? উত্তরে রসিকতা করে সালমানও বলেন, ভা'রতী আর হর্ষের সন্তান হলে তাকে অ'ভিনেতা বানানোর দায়িত্ব তাঁর। সালমানের সেই অভাবনীয় প্রতিশ্রুতিতে আবেগাপ্লুত পড়েন মা ভা'রতী। দম্পতিকে প্রা'ণ ভরে অ'ভিনন্দন জানান ভাইজান।

তবে সেই ভিডিও তখন কত জন দেখেছিলেন ঠিক নেই, হর্ষ আর ভা'রতীর সন্তান জন্ম নিতেই নেট-দুনিয়ায় সবাই দেখে ফেললেন সেই তিন মাস আগের অনুষ্ঠান।

সে বার বিগ বসের অন্যান্য প্রতিযোগীদের সুখবরটি জানাতে বাড়ি বাড়ি গিয়েছিলেন হর্ষ আর ভা'রতী। মিকা সিংহ, ইউলিয়া ভন্তুর এবং প্রজ্ঞা জয়সওয়ালও তাঁদের অ'ভিনন্দন জানিয়েছিলেন। তার পর ধুমধামের মধ্যেই পৃথিবীর আলো দেখল ভা'রতী আর হর্ষ-র সন্তান। ছে'লের কী' নাম রাখবেন তাঁরা, আপাতত তাই শোনার অ'পেক্ষায় ।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

Back to top button