মোটা অঙ্কের পারিশ্রমিকে রাম চরণকে বলিউড সিনেমায় প্রস্তাব

ভা'রতের তেলেগু সিনেমা'র জনপ্রিয় অ'ভিনেতা রাম চরণ। সম্প্রতি তার ‘ট্রিপল আর’ সিনেমাটি বক্স অফিসে বাজিমাত করেছে।

সিনেমাটির সাফল্যের পর বলিউড সিনেমা'র প্রস্তাব পেয়েছেন রাম চরণ। ভা'রতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বলিউডের একটি স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠানের কাছ থেকে সিনেমা'র প্রস্তাব পেয়েছেন এই অ'ভিনেতা। একসঙ্গে দু’টি সিনেমায় চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে তাকে। এজন্য নাকি রাম চরণকে মোটা অঙ্কের পারিশ্রমিক দেওয়া হবে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি।
এর আগে বলিউডের ‘জাঞ্জির’ সিনেমায় অ'ভিনয় করেন রাম চরণ। এতে তার বিপরীতে অ'ভিনয় করেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে বক্স অফিসে সিনেমাটি খুব বেশি সাড়া ফেলতে পারেনি।

গত ২৫ মা'র্চ মুক্তি পায় ‘ট্রিপল আর’। কমা'রাস ভীমা ও আল্লুরি সীতারামা রাজু নামের দুই বীর যোদ্ধাকে নিয়ে ‘ট্রিপল আর’ সিনেমা'র গল্প। রাম চরণ ছাড়াও সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে আছেন জুনিয়র এনটিআর। এছাড়াও বিভিন্ন চরিত্রে অ'ভিনয় করেছেন— আলিয়া ভাট, অজয় দেবগন, রে স্টেভেনসন, অলিভিয়া ম'রিস প্রমুখ। বক্স অফিসে প্রায় ৭০০ কোটি রুপি আয় করেছে এই সিনেমা।

বর্তমানে রাম চরণের ঝুলিতে একাধিক সিনেমা রয়েছে। ‘আচার্য’ সিনেমা'র শুটিং শেষ করেছেন তিনি। এছাড়া ‘আর সি ১৫’ সিনেমা'র শুটিং করছেন এই অ'ভিনেতা।

Back to top button