টিপ পরা সহশিল্পীদের হিজাব পরে ছবি দিতে বললেন সিদ্দিক
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের টিপ পরা ছবি শেয়ার করেছেন শোবিজ অঙ্গনের কয়েকজন তারকা। তবে কপালে টিপ পরে পুরুষদের এমন প্রতিবাদের সমালোচনা করেছেন অ'ভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক। তাদেরকে পাগল বলে কড়া সমালোচনা করেছিলেন আরেক অ'ভিনেতা সিদ্দিকুর রহমান। এবার টিপ পরা অ'ভিনেতাদের হিজাব পরা ছবি দেখতে চাইলেন সিদ্দিক। নওগাঁর সাম্প্রতিক হিজাব ইস্যুকে টেনে এনে এ কথা বললেন তিনি।
আজ শুক্রবার (৮ এপ্রিল) বেলা ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুকে ‘হিজাব’ ইস্যুতে বিতর্কিত একটি খবর শেয়ার করেছেন সিদ্দিক। সেখানে টিপ পরে প্রতিবাদ করা অ'ভিনেতাদের খোঁচা দিয়ে লেখেন, ‘যেসব সহকর্মী সেলেব্রিটিরা টিপ পরে ফেসবুকে ছবি দিয়েছিলা তারা এখন হিজাব পরো না কেন? তোমাদের হিজাব পরা ছবি জাতি দেখতে চায়।’ সেই পোস্টে নেটিজেনরা পক্ষে-বিপক্ষে শত শত মন্তব্যে ভরিয়ে দিয়েছেন।
এর আগে সাজু খাদেম, আনিসুর রহমান মিলন, প্রা'ণ রায় ও মনোজ প্রামাণিকের টিপ পরা ছবি পোস্ট করে সিদ্দিক লিখেছিলেন, ‘আম'রা কি দিন দিন পাগল হয়ে যাচ্ছি? আল্লাহপাক সবাইকে এই সমস্ত পাগলের হাত থেকে হেফাজত করুক। মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন। আল্লাহ সবাইকে ক্ষমা করুক। আমিন।
প্রসঙ্গত, গত ৬ এপ্রিল দুপুরে নওগাঁ উপজে'লার দাউল বারবাকপুর উচ্চ বিদ্যালয়ে হিজাব পরে যাওয়ায় ছা'ত্রীদের মা'রধর করেন শিক্ষিকা আমোদিনি পাল। মা'রধরের শিকার হয়ে ছা'ত্রীরা স্কুল থেকে বাড়িতে গিয়ে বিষয়টি তাদের অ'ভিভাবকদের জানায়।