যে ভালোবাসবে সে অ'তীত নিয়ে প্রশ্ন তুলবে না : প্রভা
ছোটপর্দার মডেল ও অ'ভিনেত্রী সাদিয়া জাহান প্রভা তার ক্যারিয়ারের একযুগ অ'তিক্রম করছেন। ২০০৬ সালে তিনি শোবিজে পা রাখেন। ক্যারিয়ারের এ পর্যায়ে এসে মূল্যায়ণ করতে গিয়ে প্রভা বলেন, আসলে খা'রাপ-ভালো মিলেই কে'টেছে। প্রবল আগ্রহ নিয়ে এবং এখানে থাকতেই হবে, এই চিন্তা নিয়ে কখনো কাজ করিনি।
এদিকে, সঠিক মানুষ তোমা'র অ'তীত নিয়ে প্রশ্ন না তুলেই ভালোবাসবে- এমনটাই মনে করেন অ'ভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। নিজের ইনস্টাগ্রাম স্টোরি এ কথা উল্লেখ করেছেন তিনি।
শুক্রবার (৮ এপ্রিল) ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন প্রভা। সেখানে লেখা রয়েছে, ‘সঠিক মানুষ তোমা'র অ'তীত নিয়ে প্রশ্ন না তুলেই ভালোবাসবে’।
বৃহস্পতিবার আরেকটি স্ট্যাটাস দেন প্রভা। সেখানেও তিনি উল্লেখ করেছেন, শত প্রতিকূলতা অ'তিক্রম করে তিনি নিজের পথেই আছেন। অ'ভিনেত্রী লিখেছেন, ‘কতবার ক'ষ্ট পেয়েছি! আমি বেশিরভাগ সময় অজানা কারণে কাঁদতাম। মনে হতো যন্ত্র'ণায় আমা'র হৃদয়টা ছিঁড়ে যাচ্ছে। আমা'র ভেঙে পড়া আছে, কিন্তু আমি এখনো এখানে আছি। বেঁচে আছি, ল'ড়াই করছি, যা স্বপ্ন দেখি, সেটা অর্জন করছি; যা আমা'র প্রাপ্য সেটা দাবি করছি। আলহাম'দুলিল্লাহ্।’