বলিউডের দিন শেষ! তিন সপ্তাহে হাজার কোটি আয়ের রেকর্ড
বক্স অফিসে ঝড় তুলেছে দক্ষিণ ভা'রতীয় সুপারস্টার রাম চরণ ও জুনিয়র এনটিআরের আ'লোচিত সিনেমা ‘আরআরআর’। মুক্তির মাত্র ৩ সপ্তাহে সিনেমাটির বক্স অফিস সংগ্রহ হাজার কোটি রুপি ছাড়িয়েছে।
বলিউডের বিনোদনভিত্তিক সংবাদ মাধ্যম কইমইয়ের খবর, মহামা'রির আতঙ্কের পর সিনেমা ইন্ডাস্ট্রিতে তিন সপ্তাহে হাজার কোটি রুপি আয়ের সাফল্য বেশ খুশির খবর। আমির খানের দঙ্গল, প্রভাসের বাহুবলী সিনেমা'র পর এটিই মোটা অঙ্কের ব্যবসা করছে।
বলিউড সিনেমা'র ব্যবসা বিষয়ক বিশেষজ্ঞ মনোবলা বিজয়বালান অ্যাকশন ছবি আরআরআর হাজার কোটি রুপির ক্লাবে প্রবেশ করা বিষয়টি জানিয়েছেন।
এই সিনেমা'র সিকুয়াল প্রসঙ্গেও জানিয়েছেন পরিচালক রাজামৌলি এবং অ'ভিনেতা জুনিয়র এনটিআর। ছবি রিলিজের পর থেকে দর্শকদের ভালবাসা পাচ্ছেন বলে জানান তারা।
এদিকে মুক্তি পাচ্ছে ‘কেজিএফ চ্যাপ্টার ২’ এবং ‘বিস্ট’। বক্স অফিসে এই দুই ছবি কতটা সাড়া ফেলতে পারে সেটাই এখন দেখার।