বাবুকে দেখে অঝোরে কাঁদলেন তাসনিম ফারিণ
সিটি করপোরেশন অফিসের সিঁড়ি বেয়ে নামছেন অ'ভিনেতা ফজলুর রহমান বাবু। নিচে দাঁড়িয়ে হালের জনপ্রিয় অ'ভিনেত্রী তাসনিম ফারিণ। বাবুকে নামতে দেখেই হু হু করে কেঁদে ফেললেন ফারিণ। তার চোখ দিয়ে জল ঝরল অনবরত।
দৃশ্যটি অবশ্যই নাট'কের। নাম ‘আমা'র কেরানি বাবা’। কিন্তু ওই দৃশ্যে সত্যি সত্যি কেঁদেছিলেন ফারিণ। পরিচালক শ্রাবণী ফেরদৌস কাট বলছেন, কিন্তু ফারিণের কা'ন্না থামা'র নয়।
শিল্পীকে এমন সত্যি সত্যি কাঁদতে দেখে চোখ ছলছল করে ওঠে শুটিং ইউনিটের প্রায় সবারই। সবাই চোখের জল মুছলেন।
পরিচালক শ্রাবণী ফেরদৌস বলেন, ‘দৃশ্যটি নেওয়ার সময় আমি হতবাক হয়ে গিয়েছিলাম। কোনো গ্লিসারিন ছাড়াই দৃশ্যটি করছিলেন ফারিণ। দৃশ্য শেষ হওয়ার পরও কা'ন্না থামছিল না তার। পুরো ইউনিট স্তব্ধ হয়ে গিয়েছিল। তার সঙ্গে আমা'র প্রথম কাজ। কিন্তু সে যে এত ভালো অ'ভিনয় করেন, বুঝতে পারিনি।’
এভাবে কা'ন্নার কারণ জানাতে গিয়ে ফারিণ গণমাধ্যমকে জানান, কয়েকদিনের শুটিংয়ে ফজলুর রহমান বাবুর মাঝে নিজের বাবাকে অনুভব করেছিলেন তিনি। ক্যানসার আ'ক্রান্ত বাবার কথা ভেবে কোন মে'য়ের না কা'ন্না আসে!
ফারিণের আবেগকে অনুভব করতে হলে নাট'কের ঘটনায় ঢুকতে হবে। ‘আমা'র কেরানি বাবা’ নামের নাট'কটি লিখেছেন পরিচালক শ্রাবণী ফেরদৌস নিজেই।
যেখানে দেখানো হবে – আবদুল করিম (ফজলুর রহমান বাবু) সিটি করপোরেশনের একজন চাকরিজীবী। বিপত্নীক। ঘরে একমাত্র মে'য়ে সুফিয়া (ফারিণ)। এরপরও সংসার চালাতে হিমশিম খান বাবু।
মে'য়ে সুফিয়া বাবার ওপর যে কারণে বির'ক্ত। অন্যদিকে বাবার টাকাপয়সাগুলো সুযোগ পেলে প্রে'মিকের পেছনে খরচ করেন সুফিয়া। এদিকে বাবা দূরারোগ্য ক্যানসারে আ'ক্রান্ত, যা সুফিয়া জানতেন না। বাবা জানান না মে'য়েকে।
পরে সুফিয়া জানতে পারে তার বাবার ক্যানসার, বেশিদিন বাঁচবেন না। গভীর অনুশোচনায় ভুগেন সুফিয়া। দৌড়ে ছুটে যান বাবার অফিসে। সেখানে বাবাকে দেখে কেঁদে ফেলেন সুফিয়া।
দৃশ্যটির বিষয়ে তাসনিম ফারিণ বলেন, ‘বাস্তবে বাবার প্রতি আমা'র দুর্বলতা আছে। শুটিংয়ের তৃতীয় দিন ছিল এই দৃশ্যটি। টানা তিন দিন একসঙ্গে শুটিংয়ে চরিত্রের মধ্যে থাকার কারণে বাবু ভাইকে বাবার মতোই অনুভব হয়েছিল। সবকিছু মিলে আমি এমনভাবে চরিত্রটির সঙ্গে মিশে গিয়েছিলাম, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি। দৃশ্য শেষ হওয়ার পরও আমি কাঁদছিলাম।’
পরিচালক নিজেই। এতে ফারিণের বিপরীতে অ'ভিনয় করেছেন তামিম মৃধা। পরিচালক জানান আসন্ন ঈদুল ফিতরে এনটিভিতে প্রচারিত হবে নাট'কটি।