১০০ কোটি বাজেটের ‘কেজিএফ টু’ মুক্তির আগেই পেল ৩৪৫ কোটি
ভা'রতের কন্নড় সুপারস্টার ইয়াশ অ'ভিনীত বহুল প্রতীক্ষিত অ্যাকশনধ'র্মী ‘কেজিএফ : চ্যাপ্টার টু’ সিনেমা মুক্তি পাচ্ছে আগামীকাল (১৪ এপ্রিল)। চলচ্চিত্রবোদ্ধারা মনে করছেন, ভা'রতীয় সিনেমা'র ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি করতে যাচ্ছে সিনেমাটি।
বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ফিল্মিবিটের প্রতিবেদনে জানা যায়, কেজিএফ: চ্যাপ্টার ২ সিনেমা'র বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহ-স্বত্ব বিক্রি হয়েছে ৩৪৫ কোটি রুপিতে। কর্ণাট'কে এই সিনেমা'র মুক্তি-পূর্ব ব্যবসা ১০০ কোটি রুপি, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় ৭৮ কোটি রুপি, তামিলনাড়ুতে ২৭ কোটি রুপি, কেরালায় ১০ কোটি রুপি, হিন্দি বেল্ট থেকে ১০০ কোটি রুপি এবং দেশের বাইরে প্রেক্ষাগৃহ-স্বত্ব বিক্রি হয়েছে ৩০ কোটি রুপি।
১০০ কোটি বাজেটের এই সিনেমা মুক্তির প্রথম দিনেই ১০০ কোটি রুপি আয়ের সম্ভাবনা রয়েছে। মুক্তির আগে অগ্রিম টিকিট বুকিংয়েই সিনেমাটি বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। প্রথম দিনের অগ্রিম টিকিট বিক্রি দিয়েই ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ আয় করেছে ২৫ কোটি রুপির বেশি। ‘কেজিএফ : চ্যাপ্টার টু’ সিনেমায় ইয়াশ ওরফে রকি ভাই মুখোমুখি হবেন খলনায়ক সঞ্জয় দত্ত ওরফে আধীরার সঙ্গে। প্রশান্ত নীলের রচনা ও পরিচালনায় সঞ্জয় দত্ত ছাড়াও এতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে রাভিনা ট্যান্ডন, প্রকাশ রাজ ও শ্রীনিধি শেঠি।