ঢাকাই সিনেমা'র মেগাস্টার নায়ক মান্নার জন্ম'দিন আজ

ইংরেজি ২০২২ সালের ১৪ এপ্রিল আজ, বাঙালির পহেলা বৈশাখ। আজকের দিনে ঢাকাই সিনেমা'র মেগাস্টার নায়ক মান্নার জন্ম'দিন। চলচ্চিত্রের দুর্দিনে অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন তিনি।

প্রয়াত এই অ'ভিনেতার জন্ম ১৯৬৪ সালের ১৪ এপ্রিল টাঙ্গাইলে। দুই যুগেরও বেশি সময় বাংলা সিনেমায় দাপিয়ে বেড়ানো নায়ক মান্নাকে ইন্ডাস্ট্রির মানুষ এখনো শ্রদ্ধার সঙ্গে স্ম'রণ করে।

ঢাকা কলেজে পড়াকালীন ১৯৮৪ সালে এফডিসির ‘নতুন মুখের সন্ধানে’ কার্যক্রমের মাধ্যমে চলচ্চিত্রে আগমন ঘটে মান্নার। তার অ'ভিনীত প্রথম সিনেমা ‘তওবা’; কিন্তু প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পাগলী’। মৃ'ত্যুর আগ পর্যন্ত প্রায় সাড়ে তিনশ-র বেশি সিনেমায় অ'ভিনয় করেছিলেন মান্না। ১৯৯১ সালে মোস্তফা আনোয়ার পরিচালিত ‘কাসেম মালার প্রে'ম’ সিনেমা'র মাধ্যমে তুমুল জনপ্রিয়তা লাভ করেন মান্না।

কাজী হায়াত পরিচালিত ‘দাঙ্গা’ ও ‘ত্রাস’ সিনেমা দিয়ে মান্না হয়ে ওঠেন পরিচালক-প্রযোজকদের নির্ভরযোগ্য নাম। মোস্তফা আনোয়ার পরিচালিত ‘অন্ধ প্রে'ম’, মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘প্রে'ম দিওয়ানা’, ‘ডিস্কো ড্যান্সার’, কাজী হায়াত পরিচালিত ‘দেশদ্রোহী’ ছবিগুলো ফিল্ম ইন্ডাস্ট্রিতে মান্নার অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠিত করে।

১৯৯৯ সালে মান্না ‘কে আমা'র বাবা’, ‘আম্মাজান’, ‘লাল বাদশা’র মতো সুপার-ডুপারহিট সিনেমা উপহার দেন। শুধু অ'ভিনেতা নন, প্রযোজক হিসেবেও মান্না বেশ সফল ছিলেন। তার প্রতিষ্ঠান থেকে ৮টি সিনেমা প্রযোজনা করেন তিনি। সব কটি সিনেমাই সুপারহিট হয়।

বাংলা চলচ্চিত্র যতদিন থাকবে, ততদিন নায়ক মান্নার সিনেমা দর্শকের মন কেড়ে নেবে। তার নামটি থাকবে স্ম'রণীয় হয়ে। অ'ভিনয়, অ্যাকশন, সংলাপ বলার ধরন সবকিছু মিলেই একটা স্বতন্ত্র স্টাইল দাঁড় করেছিলেন মান্না। তার অ'ভিনীত এমন কিছু সিনেমা আছে, যার জন্য মান্না চিরদিন চলচ্চিত্রপ্রে'মীদের হৃদয়ে মহানায়ক হয়ে থাকবেন।

Back to top button