২০০৮ থেকে প্রে'ম শুরু, পিয়ার সেই প্রে'মিক এখন ছে'লের বাবা

বাংলাদেশি মডেল এবং অ'ভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া । তিনি ২০০৭ সালে মিস বাংলাদেশ খেতাব অর্জন করেন। অ'ভিনয় জগতে পদার্পণের পূর্বে তিনি মডেল হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন। তার পেশা জীবন প্রায় সময়ই সমালোচিত হয়েছে এবং গণমাধ্যমে ব্যাপক প্রচার লাভ করেছে।

২০১২ সালে চো'রাবালি চলচ্চিত্রে অ'ভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে তার অ'ভিষেক ঘটে। পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার তার তারকা খ্যাতি আরো বাড়িয়ে দেয়।

২০১৭ ও ২০১৮ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উপস্থাপনা করেন পিয়া। এই কাজের ধারায় আইসিসি ২০১৯ ক্রিকেট ওয়ার্ল্ড কাপেও উপস্থাপনা করতে দেখা গেছে লন্ডনের মাঠে।

এতকিছুর পাশাপাশি নিজের ব্যবসা প্রতিষ্ঠানও রয়েছে পিয়ার। তার প্রফেশনাল জীবন নিয়ে কম বেশি সবার জানা থাকলেও ব্যক্তিগত জীবন যেন অজানা সবার। তবে এবার তার সেই ব্যক্তিগত জীবনের খানিকটা প্রকাশ্যে এনেছেন পিয়া নিজেই।

মঙ্গলবার পিয়া জান্নাতুল নিজেই তার ফেসবুকে একটি পোস্ট করেন। যেখানে নিজের প্রে'মের কথা তুলে এনেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, আমা'র বিএফ থেকে এখন আমা'র সন্তানের বাবা।

শুধু তাই নয় তাদের প্রে'মের শুরু যে ২০০৮ সাল থেকে সে কথা বলতেও ভুল করেননি তিনি। সঙ্গে তার সন্তান অ্যারিস হাসানকে কোলে নিয়ে স্বামী ফারুক হাসান সামীর ছবিও পোস্ট করেছেন তিনি।

ছয় বছর প্রে'ম করার পর ২০১৪ সালে ফারুক হাসান সামীরকে বিয়ে করেন জান্নাতুল পিয়া। ২০২১ সালে ৭ ফেব্রুয়ারি এই দম্পতির কোল আলোকিত করে আসেন তাদের ছে'লে অ্যারিস।

Back to top button