কপালে টিপ পরছেন না কারিনা কাপুর
লাল সিং চাড্ডা’ ছবি নিয়ে দারুণ আশাবাদী বলিউড অ'ভিনেত্রী কারিনা কাপুর। লাল সিং চাড্ডা তার ক্যারিয়ারের অন্যতম একটি ছবি হয়ে থাকবে- এমন কথাও ভা'রতীয় বিভিন্ন সংবাদমাধ্যমে বলেছেন এই বলিউড অ'ভিনেত্রী
এদিকে, ভা'রতীয় সংস্কৃতিকে অ'পমান করার অ'ভিযোগ উঠেছে এ বলিউড অ'ভিনেত্রীর বি'রুদ্ধে।
অক্ষয় তৃতীয়া উপলক্ষে মালাবার গোল্ড নামে এক জুয়েলারি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে সেজেগুজে হাজির হয়েছিলেন কারিনা। সেখানে কারিনার কানে দুল ও গলায় হার থাকলেও কপালে টিপ পরেননি এ নায়িকা।
এতেই ক্ষুব্ধ হয় ভা'রতীয় নেটিজেনদের একাংশ। এরপর থেকে সমালোচনার ঝড়ে পড়েন এ অ'ভিনেত্রী।
ওই জুয়েলারি প্রতিষ্ঠানকে বয়কটের ডাক দিয়ে হ্যাশট্যাগও পোস্ট করেছেন অনেক নেটিজেন। ভা'রতের টুইটারে এ মুহূর্তের ট্রেন্ডিং ‘Boycott Malabar Gold’ হ্যাশট্যাগ। এছাড়া No_Bini_No_Business’ হ্যাশট্যাগও ট্রেন্ডিং হয়েছে।
কারিনা কাপুরের ছবি শেয়ার করে এক ব্যক্তি টুইট করেছেন, ‘সারা বিশ্ব জানে টিপ পরা আমাদের ঐতিহ্যের অঙ্গ। কপালের ঠিক মাঝখানে পরা হয়, এটাই ভা'রতের রীতি ও সংস্কৃতি। এটা কি এরা জানে না? নেগেটিভ প্রচারও তো ভাল প্রচার।’