তিশার নামে ভু'য়া স্ট্যাটাস ভাই'রাল, বির'ক্ত অ'ভিনেত্রী

তারকাদের প্রায়শই খ্যাতির বিড়ম্বনায় পড়তে হয়। সোশ্যাল মিডিয়ার এই যুগে বিড়ম্বনা একটু বেশিই বটে। ফেসবুকে বহু ভু'য়া পেজ, অ্যাকাউন্ট পরিচালিত হয় তারকাদের নামে। যা ভক্তদের মাঝে বি'ভ্রান্তি সৃষ্টি করে। একইসঙ্গে তারকার ভাবমূর্তিও নষ্ট করে। সম্প্রতি জনপ্রিয় অ'ভিনেত্রী নুসরাত ইম'রোজ তিশার নাম করে দেওয়া একটি লম্বা স্ট্যাটাস সম্প্রতি ভাই'রাল হয়। ওই স্ট্যাটাসের সারসংক্ষেপ ছিল, সুন্দর চেহারার পুরুষ নয় বরং দায়িত্ববান পুরুষ অ'ভিনেত্রীর কাছে বেশি সুন্দর ও পছন্দের। তবে ওই স্ট্যাটাসটি তিশা দেননি বলে নিশ্চিত করেছেন তার স্বামী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী'। এ নিয়ে তারা বির'ক্তিও প্রকাশ করেছেন।

শুক্রবার (২২ এপ্রিল) রাতে নিজের ভেরিফাইড পেজ থেকে দেওয়া স্ট্যাটাসে ফারুকী' লিখেছেন, ‘এটা খুবই ফানি যে কত সহ'জে ফেইক নিউজ অনলাইনে ছড়ায়। কেবল লেস ইনফরমড লোকজন না, ওয়েল ইনফরমড লোকজনও ফেইক নিউজ ছড়ায় দুই হাতে। এমনকি শেষমেশ সেই ফেইক নিউজ দায়িত্বশীল দৈনিক পত্রিকার পাতায়ও ঠাঁই করে নেয়।’

‘কই যাবেন বলেন? গত কয় দিন ধরে দেখতেছিলাম তিশার একটা ফেইক পেজ থেকে আমা'র আর তিশার ছবি দিয়ে তিশার বরাতে একটা বাকোয়াজ স্ট্যাটাস শেয়ার হচ্ছে। করো'না থেকে সুস্থ হওয়ার পর তিশা আমা'র আর ওর একটা ছবি শেয়ার করে! সেই ছবিটা চু'রি করে তার সাথে মনের মাধুরী মিশিয়ে একটা স্ট্যাটাস লেখে ওই ফেইক পেজের অ্যাডমিন!’

‘সুন্দর পুরুষের চেয়ে দায়িত্বশীল পুরুষ ভালো’ টাইপের কিছু একটা। সেটা দেখি আমা'র ফ্রেন্ড লিস্টে থাকা অনেকেই শেয়ার করেন। আজকে দেখি সেই ফেইক স্ট্যাটাস থেকে সমকাল পত্রিকায় নিউজও হয়েছে। নিশ্চয়ই আরো পত্রিকায় ছাপা হয়েছে বা হবে। এইসব দেখে তিশা তো মহাক্ষ্যাপা। কারণ সে ডেফিনেটলি মনে করে তার হাজব্যান্ড দায়িত্বশীলতো বটেই, তার চোখে খুব সুন্দরও।’

স্ট্যাটাসের শেষে ফারুকী' তার ভক্ত ও অনুসারীদের সতর্ক করে লেখেন, ‘হে ভাই ও বোনেরা, দয়া করে ফেইক পোস্ট শেয়ার করার আগে দেখে নিন পেজটা ভেরিফায়েড কিনা। পেজের নামের পাশে ব্লু টিক আছে কিনা দেখে নিন। আর দয়া করে ওই ফেক পেজটাকে রিপোর্ট করলে আম'রা খুবই খুশি হবো।’

অন্যদিকে তিশা তার ভেরিফাইড পেজেও এ বিষয়ে একটা স্ট্যাটাস দিয়েছেন। লিখেছেন, ‘প্রিয় ভাই-বোনেরা, গত কয় দিন ধরে দেখছি আমা'র নামে খোলা একটা ফেইক পেজ থেকে আমা'র আর ফারুকী'র ছবি দিয়ে একটা বানোয়াট স্ট্যাটাস শেয়ার হচ্ছে। করো'না থেকে সুস্থ হওয়ার পর আমা'র আর ফারুকী'র একটা ছবি আমি শেয়ার করেছিলাম। সেই ছবিটা চু'রি করে তার সাথে মনের মাধুরী মিশিয়ে একটা স্ট্যাটাস লিখেন ওই ফেইক পেজের অ্যাডমিন!’

‘সুন্দর পুরুষের চেয়ে দায়িত্বশীল পুরুষ ভালো’ টাইপের কিছু একটা। গত কয়দিনে অনেকেই শেয়ার করেন। আজকে দেখি সেই স্ট্যাটাস থেকে পত্রিকায় নিউজও হয়ে গেছে। আমি এই ফেইক স্ট্যাটাসের জন্য খুবই বির'ক্ত। কারণ আমা'র চোখে আমা'র হাজব্যান্ড দায়িত্বশীলতো বটেই, খুব সুন্দরও বটে।’

তিশা আরও লিখেছেন, ‘প্রিয় ভাই-বোনেরা, দয়া করে ওই ফেক পেজটাকে রিপোর্ট করলে আমি খুবই খুশি হবো! আর সাংবাদিক ভাই-বোনেরা, দয়া করে চেক করে নিবেন আমা'র নামে যে কথা প্রচার হচ্ছে সেটা আমা'র ভেরিফায়েড পেজ থেকে শেয়ার করা হয়েছে কিনা। ধন্যবাদ।’

প্রসঙ্গত, ২০১০ সালের ১৬ জুলাই ভালোবেসে বিয়ে করেন তিশা ও ফারুকী'। দীর্ঘ এক যুগ সংসার করার পর গত জানুয়ারিতে তারা সন্তান গ্রহণ করেছেন। নাম রেখেছেন ইলহাম নুসরাত ফারুকী'। একমাত্র কন্যাকে ঘিরে তাদের এখন রাজ্যের সুখ।

Back to top button