গরমে পান্তা ভাত খাচ্ছেন আনুশকাও!
ইনস্টাগ্রামে স্টোরি দেখেছেন আনুশকা শর্মা'র! না দেখলে খোঁজ দিয়ে দিলাম এখানেই। পান্তা ভাত খাচ্ছেন বলিউড অ'ভিনেত্রী আনুশকা! কিন্তু হঠাৎ এই অ'ভিনেত্রীর হলো কী'! ডায়েট ভুলে বাঙালির প্রিয় পান্তাতে কেন মন মজল তার!
আসলে ঝুলন গোস্বামীর বায়োপিকে অ'ভিনয় করার আগে মনেপ্রা'ণে বাঙালি হয়ে উঠতেই পান্তাভাতকে আপন করে নিয়েছেন এই বলিউড অ'ভিনেত্রী। ‘চাকদহ এক্সপ্রেস’-এ ভা'রতীয় মহিলা ফাস্ট বোলার ঝুলন গোস্বামীর ভূমিকায় অ'ভিনয় করছেন তিনি।
ঝুলনের চরিত্রে নিজেকে খাপ খাওয়াতে যে বড় প্রস্তুতি চলছে তা এই ছবি দেখেই স্পষ্ট। পশ্চিমবঙ্গের চাকদহের নিম্ন-মধ্যবিত্ত পরিবারের মে'য়ে ঝুলনের ভা'রতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক হয়ে ওঠার গল্প সিনেমা'র চেয়ে কিছু কম নয়। সেই গল্পই এবার পর্দায় তুলে ধরবেন বিরাট-পত্নী।
অবশ্য আনুশকাকে এরকম বাঙালি খাবারে মজতে দেখে যারপরনাই খুশি তার বাঙালি-অনুরাগীরা।