আমাকে ৫০ টাকায় পঁচা মাছ দিয়েছিল : জয়া আহসান

গত বিশ দিন ধরে ঢাকার বিভিন্ন লোকেশনে ই'রানি পরিচালক মুর্তজা অ'তাশ জমজম পরিচালিত ‘ফেরেশতে’ নামের একটি সিনেমা'র শুটিং করছেন দুই বাংলার জনপ্রিয় অ'ভিনেত্রী জয়া আহসান। শনিবার বিকেল পর্যন্ত রাজধানীর বসুন্ধ'রা আবাসিকের ড্রিমল্যান্ড রিসোর্টে শুটিং করেছেন। শুটিং শেষে সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে সিনেমাটির বিষয়ে কথা বলেছেন জয়া আহসান ও সিনেমা সংশ্লিষ্টরা।

ম'র্তুজা অ'তাশ পরিচালিত এ সিনেমা নিয়ে জয়া আহসান বলেন, ‘দর্শকদের কাছে এ সিনেমা তুলে ধ'রার জন্য আপনারা আছেন। চলচ্চিত্রের কোনো ভাষা নেই সেটা কাজ করতে গিয়ে দেখলাম। পরিচালক ই'রানী ছাড়া কোনো ভাষা বোঝে না।

কিন্তু তার সঙ্গে কমিউনিকেট করতে আমা'র কোনো সমস্য হয়নি। এই সিনেমা নতুন কিছু দেবে। আমা'র ক্যারিয়ারে কিছু একটা যোগ করবে সিনেমাটি। এখানে আমি সংগ্রামী নারীর চরিত্রে অ'ভিনয় করেছি। যাদের চোখের সামনে প্রতিদিন দেখি এমন চরিত্রে দেখা যাবে। এই সিনেমা'র শুটিংয়ে অনেক জায়গায় গিয়েছি কিন্তু কেউ আমাকে চিনতে পারেনি। আমা'র মেকআপ ও কস্টিউমস এতো সাধারণ ছিল যে কারণে একবার কাওরান বাজার শুটিং হচ্ছিল। আমি মাছের দোকানে গিয়েছি। দোকানদার না চিনতে পেরে আমাকে ৫০ টাকায় পঁচা মাছ দিয়েছিল।’

তিনি বলেন, চলচ্চিত্রের কোনো ভাষা নেই, সেটা কাজ করতে গিয়ে দেখলাম। এই সিনেমা'র পরিচালক ই'রানি ভাষা ছাড়া আর কোনো ভাষা বোঝেন না। কিন্তু তার সঙ্গে কাজ করতে গিয়ে কোনো সমস্যা হয়নি।’ তিনি আরও বলেন, ‘ এই সিনেমা ই'রান বাংলাদেশ দুই দেশেই মুক্তি পাবে। বাংলাদেশে বাংলায় মুক্তি পাবে ই'রানে যখন মুক্তি পাবে ই'রানী সাবটাইটেল থাকবে’।

অনুষ্ঠানে ই'রানী পরিচালক মুর্তজা অ'তাশ জমজম বলেন, ‘সিনেমা'র গল্পটা একজন রিকশাওয়ালার। কিন্তু বাংলাদেশ এখানে আছে দারুণ ভাবে। একদিন এখানে হয়তো ঢাকার কাওরানবাজার, নিউমা'র্কেট, রেলস্টশন থাকবেনা কিন্তু এই সিনেমায় স্মৃ'তি থেকে যাবে’।

Back to top button