২৪ ঘণ্টায় তৈরি হয়েছিল রণবীর-আলিয়ার বিয়ের কেক, যা আছে শুনলে চ'মকে যাবেন
আর কেউ নন রণবীর-আলিয়ার বিয়ে বলে কথা। বলিউডের হাই ভোল্টেজ বিয়ের তালিকাতে থাকা অন্যতম কপিল জুটিই ছিলেন আলিয়া ও রণবীর। দীর্ঘ অ'পেক্ষার পর অবশেষে এপ্রিল মাসে সাত পাকে বাঁ'ধা পড়লেন এই জুটি। যদিও বিশাল কোনও জমকালো আয়োজন ছিল না। নিজেদের ইচ্ছাতেই বাড়িতেই বসেছিলবিয়ের আসর। ঝড়ের গতিতে ভাই'রাল হয়েছিল তাঁদের লুক। ক্রিম ও গোল্ডেন রঙে সেজে উঠেছিল বিবাহ আসর। যে থিমের সঙ্গে তাল মিলিয়ে পোশাকও পড়েছিলেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। আর সেলিব্রেশনের কেক! তাই বা থিম থেকে বাদ পড়বে কেন! তাই তিন থাকের ক্রিম রঙা কেক হাজির হয়ে গিয়েছিল। যা কে'টে সেলিব্রেশন করতে দেখা যায় তাঁদের।
সেই কেক ট্রোলের শিকার হলেও তা বানাতে সময় লেগেছে মোটের ওপর ২৪ ঘণ্টা অর্থ্যাৎ ১ দিন। ঝড়ের গতিতে সেই ছবি হয়ে উঠেছিল নেট দুনিয়ায় ভাই'রাল। ক্রিম রঙের এই কেকের মধ্যে ছিল গোল্ট অ্যাকসেন্টও। থিমের সঙ্গে মানানসই করতে গিয়েই এমন একটি কেক বানানো হয়েছিল কাপুর পরিবারের নববধূর জন্য। যদিও কেক কা'টা নিয়ে শুরু হয়েছিল বিস্তর বিতর্ক। কেন পুরনো রীতিতে বিয়ের সত্ত্বেও কেক কে'টে সেলিব্রেশন হল! এমনই নানা প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে নেট দুনিয়ার পাতায়।
তবে এই কেকের পেছনে থাকা র'হস্য সামনে আসতেই অ'বাক ভক্তমহল। সোনার কেক বলে কথা। কাপুর পরিবারের বিয়ের পর্ব শেষ হয়েছে দুই সপ্তাহ আগেই। তবে সেই হ্যাঙ্গওভা'র কাটিয়ে উঠতে পারছেন না এখন ভক্তরা। মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ফিরে ফিরে আসছে নানা বিতর্কের ঝড়। যদিও তা এখন অ'তীত। বিয়ে শেষ হতে না হতেই দুই জনই এখন ব্যস্ত রয়েছেন তাঁদের আগামী ছবির শুটিং নিয়ে। মাঝে মধ্যেই দেখা দেখা মিলছে প্রকাশ্যে।