পায়ে আ'ঘাত পেয়েছেন শাওন
পায়ে আ'ঘাত পেয়ে আ'হত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী ও অ'ভিনেত্রী মেহের আফরোজ শাওন। বুধবার (২৭ এপ্রিল) এ দুর্ঘ'টনার শিকার হন তিনি। শাওন জানান, বাম পায়ে আ'ঘাত পেয়েছেন তিনি। আ'হত হওয়ার পর নগরীর ট্রমা সেন্টার অ্যান্ড অর্থোপেডিক হাসপাতা'লে গিয়েছিলেন। সেখানে ডাক্তাররা তার পায়ে প্লাস্টার করে দিয়েছেন। আগামী এক মাস তাকে বাড়িতে পুরোপুরি বিশ্রামে থাকতে হবে বলে জানিয়েছেন শাওন। তবে কী'ভাবে আ'হত হলেন বা পায়ে ফ্র্যাকচার হয়েছে কিনা তা জানাননি শাওন।
বুধবার নিজের পায়ের একটি ছবি পোস্ট করে ফেসবুক স্ট্যাটাসে সাওন লিখেছেন, বাম পা-ই বা বাকি থাকবে কেন! দৌঁড়াতে দৌঁড়াতে এখন উড়তে চাও..? মজা বোঝো এখন- থাকো ৪ সপ্তাহ এভাবে…।
২০২০ সালের ১৩ আগস্ট রাতে বাথরুমে ঢুকতে গিয়ে হোচট খেয়ে ডান পায়ে ব্যথা পেয়েছিলেন শাওন। পরে এক্সরে করে জানতে পারেন, তার ডান পায়ের কনিষ্ঠা আঙুলের গোড়ায় ফ্র্যাকচার (চিড়) হয়েছে। তারপর ডান পা প্লাস্টার করে দেন ডাক্তার। ওই সময়েও দীর্ঘ এক মাস বাড়িতে পুরোপুরি বিশ্রামে ছিলেন তিনি।