পৃথিবীতে তোর থেকে সুন্দর কিছু দেখিনিঃ সিয়াম
বাবা হওয়ার সুখানুভূতি কোনো নিক্তি দিয়ে পরিমাপ করা যায় না। আর তা যদি হয় প্রথমবার তাহলে তো কথাই নেই। সেই অনুভূতি যেন মুক্ত বিহঙ্গের মতো উড়ে বেড়ায়।
প্রথমবার ছে'লের বাবা হলেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। তাই তার উচ্ছ্বাস আকাশছোঁয়া। সামাজিক যোগাযোগমাধ্যম জুড়ে সেই উচ্ছ্বাসের কিছুটা আঁচও পাওয়া যাচ্ছে। ফেসবুক কিংবা ইন্সটাগ্রাম- সবখানে চলছে পিতৃত্ব উদযাপন।
পুত্রসন্তানের মুখ এখনও দেখাননি সিয়াম। তারকা বলে কথা। খুব সহ'জে যে নবজাতকের মুখ দেখাবেন না, সেটা আন্দাজ করা যায়।
তবে মুখ না দেখালেও অনুরাগীদের আকাঙ্ক্ষা বাড়াতে সন্তানের পায়ের ছবি প্রকাশ করেছেন। নরম তুলতুলে পা আলতো করে ধরে আছেন তিনি। ছবির ক্যাপশনে প্রগাঢ় ভালোবাসা জুড়ে দিয়ে লিখেছেন, আমি এই পৃথিবীতে তোর থেকে সুন্দর কিছু দেখিনি।
এদিকে ছে'লের নাম প্রকাশ করেননি সিয়াম। কেননা, পরিবার থেকে অনুমতি নেই। তিনি জানান, মিষ্টি মুখ করিয়ে নাম জানাবেন।
সিয়াম বলেন, এখনও কেউ জানে না তার নাম। এটি এখন বলার অনুমতি আমা'র নেই। পরিবার থেকে অনুমতি মেলেনি। তবে আমি আপনাদের সবাইকে মিষ্টিমুখ করিয়ে ছে'লের নাম জানাতে চাই।এবার ঈদে সিয়ামের ‘শান’ সিনেমাটি মুক্তি পাচ্ছে। এটি নিয়ে উচ্ছ্বসিত এ নায়ক জানিয়েছেন, সদ্যজাত ছে'লেকে নিয়ে সিনেমাটি দেখবেন।
সিয়াম বলেন, ইচ্ছা আছে মুক্তির দিন হলে হলে ছবিটি দেখতে যাওয়ার। আমি শুধু একা যাব না, পরিবারের সবাই যাবেন। আমা'র সন্তানও যাবে। কারণ সবাইকে নিয়ে দেখার মতো বিনোদনমূলক ছবি এটি।
এই সিনেমায় সিয়ামের বিপরীতে অ'ভিনয় করেছেন পূজা চেরি। মানব পাচারের ওপর নির্মিত ছবিটিতে চৌকস পু'লিশ অফিসারের চরিত্রে অ'ভিনয় করেছেন তিনি। এটি পরিচালনা করেছেন এম রাহিম।