ঈদে স্বামী ও নানাকে নিয়ে কোথায় যাচ্ছেন পরী!

মু'সলিম'দের সবচেয়ে বড় ধ'র্মীয় উৎসব ঈদুল ফিতর বাংলাদেশে উদযাপিত হবে আগামীকাল মঙ্গলবার (৩ মে)। এই আনন্দঘন উৎসবে আপন মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে শহর থেকে লাখো মানুষ ছুটে গেছেন গ্রামে। এই আনন্দ ভাগ করে নিতে বাদ পড়েননি ঢাকাই সিনেমা'র জনপ্রিয় নায়িকা পরীমণি। ঈদ উপলক্ষে গ্রামের বাড়িতে না, স্বামী শরিফুল রাজ ও নানা শামসুল হককে নিয়ে পরীমণি উড়াল দিয়েছেন কক্সবাজারে।

সোমবার (২ মে) সকালে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কয়েকটি ছবি শেয়ার করেন পরীমণি। সেখানে দেখা যায়, কালো পোশাকে সেজেছেন পরী ও রাজ। নায়িকার নানার পরনে নীল রঙের পাঞ্জাবী। ছবিগুলোর ক্যাপশনে পরী লিখেছেন ‘ঈদের ছুটি’। যদিও পরী নিজে উল্লেখ করেননি কোথায় যাচ্ছেন। তবে তিনি বিমানের টিকিটের ছবি যু'ক্ত করেছেন পোস্টে। সেই টিকিটেই দেখা গেল গন্তব্যের নাম- কক্সবাজার। অর্থাৎ এবারের ঈদটা কাছের দুই মানুষকে নিয়ে সমুদ্রের তীরে কা'টাবেন পরীমণি।

এটিই হতে যাচ্ছে পরীমণি ও রাজ দম্পতির প্রথম ঈদ। গত বছরের অক্টোবরে চুপিসারে বিয়ে করেছেন তারা। এরপর অবশ্য এ বছরের জানুয়ারিতে ফের ঘটা করে বিয়ে সারেন। বর্তমানে তারা সুখে সংসার করছেন। উল্লেখ্য, পরীমণি ও রাজ জুটি বেঁধে কাজ করেছেন ‘গুণিন’ সিনেমায়। এতে কাজ করতে গিয়েই একে-অ'পরের প্রে'মে পড়েন ও বিয়ে করেন। বর্তমানে পরী অন্তঃসত্ত্বা। গত ১০ জানুয়ারি অন্তঃসত্ত্বা হওয়া ও বিয়ের খবরটি সামনে আনেন পরিমণি।

Back to top button