১৬ বছর পর ফের বলিউডে ফিরছেন নব্বই দশকের জনপ্রিয় নায়িকা

বলিউডে প্রত্যাবর্তনের পথে শান্তিপ্রিয়া। ১৬ বছর পরে ফের র‌্যাম্পে পা রেখেছেন নব্বই দশকের এই জনপ্রিয় নায়িকা। শিগগিরই ফিরবেন বলিউডেও। সরোজিনী নাইডুর জীবনীচিত্রে অ'ভিনয় করছেন তিনি।

২০০৬ সালে শেষ বার মডেলিংয়ে দেখা গিয়েছিল একদা মিঠুন চক্রবর্তী, অক্ষয় কুমা'রদের নায়িকাকে। তারপরে এই ২০২২ সালের এক ফ্যাশন শোতে অংশ নিলেন শান্তি প্রিয়া। ফ্যাশন শোতে অংশ নিয়ে খুশিও তিনি।

মডেল অ'ভিনেত্রীর কথায়, ‘‘র‌্যাম্পে ফিরতে পারা যে কী' মজার! খুব আনন্দ পেয়েছি। নৃত্যশিল্পী হিসেবে নিয়মিত অনুষ্ঠান করার অভ্যাস আছে। তাই এতো বছর পরে র‌্যাম্পে পা রেখে ভ'য় করেনি মোটেই।’’

সংসারের দায়িত্ব পালনে, সন্তানদের সময় দিতে এক সময়ে অ'ভিনয়ের জগত থেকে হারিয়ে গিয়েছিলেন শান্তি প্রিয়া। সে জন্য তার আফশোসও নেই, নিজেই বলেন অ'ভিনেত্রী। এবার এতো কাল বাদে বলিউডে ফিরছেন ‘সরোজিনী নাইডু’ হয়ে। কেমন লাগছে?

শান্তিপ্রিয়া বলেন, ‘‘সরোজিনীর আচার, আচরণ, অ'ভিব্যক্তির খুঁটিনাটি শিখে নেওয়ার মতো তেমন ভিডিও বা ছবি নেই। ফলে তাকে চিনতে, বুঝতে হবে রীতিমতো পড়াশোনা করে। এই ছবিটায় কাজ করার জন্য সত্যিই খুব উৎসুক হয়ে আছি।’’

Back to top button