মা হারালেন অ'ভিনেত্রী জুঁই
অ'ভিনেত্রী রোবেনা রেজা জুঁইয়ের মা আনোয়ারা বেগম (৭৫) আর নেই। রবিবার সকাল ১১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতা'লে তিনি শেষ নিশ্বা'স ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন আনোয়ারা বেগম। চিকিৎসাধীন অবস্থায় মস্তিস্কে র'ক্তক্ষরণজনিত (স্ট্রোক) কারণে মৃ'ত্যু হয় তার।আনোয়ারা বেগম জনপ্রিয় অ'ভিনেতা মোশাররফ করিমের শাশুড়ি ছিলেন।
মোশাররফ করিম ও জুঁইয়ের ঘনিষ্ঠজন ও পারিবারিক সদস্য জনি মিঁয়া চ্যানেল আই অনলাইনকে খবরটি নিশ্চিত করেন।তিনি জানান,
রবিবার রাত ৮টার দিকে জামালপুর জে'লার সরিষাবাড়ি থা'নার ভাটারা গ্রামে খান বাড়িতে আনোয়ারা বেগমের জানাজা ও দাফন সম্পন্ন হয়। সেখানে মোশাররফ করিম ও জুঁই দুজনেই উপস্থিত ছিলেন।