রাজের সঙ্গে পরীমনির বিচ্ছেদ, কী' করছেন মিম?
২০২২ সালের নভেম্বর মাসের শুরুর কথা। স্বামী শরিফুল রাজের বি'রুদ্ধে পর'কী'য়ার অ'ভিযোগ এনেছিলেন পরীমনি। তার দাবি ছিল, সহ-অ'ভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিমের সঙ্গে স'ম্পর্কে জড়িয়েছেন রাজ। শুধু তা-ই নয়, রাতে লুকিয়ে একে অ'পরের সঙ্গে ফোনে কথা বলেন তারা।
যদিও নভেম্বরের এই পোস্টের দু’দিন পরেই আবার স্বামীর সঙ্গে খোশমেজাজে ধ'রা দেন পরীমনি। অন্যদিকে পরীমনির এই অ'ভিযোগে বেজায় চটেছিলেন বিদ্যা মিম। তিনি সাফ জানিয়ে দেন,
তার বি'রুদ্ধে ভিত্তিহীন এমন কিছু রটলে আইনি পদক্ষেপ করতে বাধ্য হবেন। এর মধ্যেই আবার পরীমনির বিচ্ছেদের পোস্ট দেখে সরগরম পুরো ঢালিউড। আর এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠতেই পারে, পরীমনি আর রাজের এই বিচ্ছেদের ঘটনায় মিমের কি কোনো ভূমিকা আছে?
আগেও মিম স্পষ্ট করে বলেছিলেন যে, তিনি নিজের স্বামীর সঙ্গে সুখে আছেন। আরো একবার তার প্রমাণই মিলল। এক দিকে যখন পারিবারিক সমস্যায় পরীমনি, সে সময়েই খোশমেজাজে ছুটি কা'টাচ্ছেন মিম। স্বামী, মা-বাবাকে সঙ্গে নিয়ে বর্ষবরণ করতে দুবাই উড়ে গিয়েছেন তিনি।
অনেকে বলছেন, এই ঘটনা আরো এক বার প্রমাণ দেয় যে, আদতে মিম এবং রাজ শুধুমাত্র সহকর্মী। তার চেয়ে বেশি কিছু নন।