পরবর্তী মহামা'রী আরো মা'রাত্মক হতে পারে: সারাহ গিলবার্ট

করো'নাভাই'রাসে নতুন ভ্যারিয়েন্ট ওমক্রিন দাপট দেখাচ্ছে। বিশ্বজুড়ে বেড়েছে আতঙ্ক। ভবিষ্যতে করো'নার চেয়ে মা'রাত্মক মহামা'রী হতে পারে বলে জানিয়েছেন মধ্যেই অক্সফোর্ড-অস্ট্রাজেনেকা কোভিড টিকার অন্যতম আবিষ্কারক ব্রিটিশ বিজ্ঞানী সারাহ গিলবার্ট। খবর বিবিসির। তিনি সবাইকে সর্তক করেছেন। ৪৪তম রিচার্ড ডিম্বলবাই বক্তৃতা প্রদানকালে সারাহ গিলবার্ট বলেছেন, মহামা'রি মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য আরো তহবিল দরকার। এসময় তিনি ওমিক্রন নিয়ে সতর্ক করে বলেছেন, এটির বি'রুদ্ধে টিকার কার্যক্রর কম হতে পারে। এটির সর্ম্পকে বিস্তারিত না জানা পর্যন্ত জনগণকে সতর্ক থাকতে।

ব্রিটিশ এই বিজ্ঞানী বলেন, ‘এটাই শেষবার নয় যে, কোনো ভাই'রাস আমাদের জীবন এবং জীবিকাকে হু'মকির মুখে ফেলবে। সত্যটা হলো, পরবর্তী মহামা'রি আরও খা'রাপ হতে পারে। এটি আরও সংক্রামক বা মা'রাত্মক বা উভয়ই হতে পারে।’ তিনি বলেন, ‘আম'রা এমন পরিস্থিতি হতে দিতে পারি না, যেখানে আম'রা যা করেছি তার মধ্য দিয়েই আবার যাই। তারপরও দেখা যায় যে, আম'রা বিশাল অর্থনৈতিক ক্ষতি সহ্য করেছি। যার কারণে পরবর্তী মহামা'রি মোকাবিলার প্রস্তুতির জন্য এখন পর্যাপ্ত কোনো তহবিল নেই।’

Back to top button