৩ বছরের শি'শুর শরীরে ওমিক্রন
করো'নাভাই'রাসের নতুন ভ্যারিয়েন্ট ওমক্রিন এবার তিন বছরের এক শি'শুর শরীরে ধ'রা পড়েছে। ভা'রতের মহারাষ্ট্রে নতুন করে আরো ৭ জন ওমিক্রনে আ'ক্রান্ত হয়েছে। এর মধ্যে তিন বছরের শি'শু ও রয়েছে। খবর আনন্দবাজারের। শুক্রবার (১০ ডিসেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করে ভা'রতের স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে মাস্ক পরা ও সুরক্ষা নিয়মগুলো ব্যাপারে সতর্কতা জারি করেছে ভা'রত সরকার। উল্লেখ্য, গত ২৫ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মতো করো'নার নতুন ধরন শনাক্ত হয়। এরপর ধারাবাহিকভাবে ওমিক্রনে আ'ক্রান্তের সংখ্যা বাড়তে থাকে।
বিজ্ঞানবিষয়ক সাময়িকী' নেচারের অনুসারে, করো'নার ওমিক্রন ধরন প্রথম আফ্রিকার দেশ বতসোয়ানায় শনাক্ত হয়। এরপর করো'নার এই ধরন আফ্রিকার আরও কয়েকটি দেশে ছড়িয়ে পড়ে। এই দেশগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বেলজিয়াম, কানাডা, চেক প্রজাতন্ত্র, ডেনমা'র্ক, ফ্রান্স, জার্মানি, হংকং, ইস'রায়েল, ইতালি, জা'পান, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন, সুইডেন, যু'ক্তরাজ্য, নাইজেরিয়া।
নতুন ধরন ছড়ানো শুরুর পর থেকে আফ্রিকার দেশগুলোর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করছে বিভিন্ন দেশ। সিএনএনের খবরে বলা হয়েছে, এই রেজিমেন্টের বিস্তার ঠেকাতে কমপক্ষে ৭০টি দেশ ও অঞ্চল আফ্রিকার বেশ কয়েকটি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে।
ওমিক্রন স'ম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, যারা আগে করো'নায় আ'ক্রান্ত হয়েছেন, তারাও ওমিক্রনে আ'ক্রান্ত হতে পারেন। যদিও কতটা সংক্রামক তা এখনও স্পষ্ট নয়। আরটি-পিসিআর পরীক্ষা এই রূপকে দ্রুত ধরতে সক্ষম বলে জানিয়েছে ডব্লিউএইচও। এই ভাই'রাসের ওপর কোভিড টিকার কার্যকারিতা কতটা তা জানার জন্য গবেষণা চলছে বলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে।