মহারাষ্ট্রে ওমিক্রন দাপট, মুম্বাইয়ে ১৪৪ ধারা জারি
ভা'রতের মহারাষ্ট্রে বৃদ্ধি পেয়েছে করো'না ভাই'রাসের সংক্রমক প্রজাতি ওমিক্রন। তাই শনিবার ও রবিবার ১৪৪ ধারা জারি করেছে রাজ্যের প্রশাসন। আরব সাগরের তীরের শহরটিতে জনগণ বা যানবাহনের সমাবেশ, মিছিল, সমাবেশ ইত্যাদি এখন নিষিদ্ধ। যারা এই নিয়ম লঙ্ঘন করবে তাদের ভা'রতীয় দ'ণ্ডবিধির ১৮৮ ধারা এবং অন্যান্য আইনি মোতাবেক শা'স্তি দেওয়া হবে।
শুক্রবার মহারাষ্ট্রে সাত জন ওমিক্রন আ'ক্রান্তের খবর মেলে। এপর্যন্ত ভা'রতে ২৫ জন নতুন এই ভ্যারিয়েন্টে আ'ক্রান্ত বলে জানায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
ভা'রতের পাঁচটি রাজ্যে মোট ২৬ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে। ৯ টি রাজস্থানে, ৩ টি গুজরাটে, ১১ টি মহারাষ্ট্রে, ২ টি কর্ণাট'কে এবং ১টি ওমিক্রন সংক্রমণের ঘটনা ধ'রা পড়েছে দিল্লিতে। তারপরই মহারাষ্ট্র থেকে শুক্রবার আরও ৬ টি নতুন ওমিক্রণ সংক্রমণের ঘটনা রিপোর্ট করা হয়েছে।