পবিত্র কাবা প্রাঙ্গণে বৃষ্টির নামাজ পড়ালেন শায়খ সুদাইস

পবিত্র ম'সজিদুল হারামে বৃষ্টির নামাজ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৩ ডিসেম্বর) পবিত্র কাবা প্রাঙ্গণে অনুষ্ঠিত নামাজের ই'মামতি করেন ম'ক্কা ও ম'দিনার পবিত্র দুই ম'সজিদের পরিচালনা পর্ষদের প্রধান শায়খ ড. আবদুর রহমান আল সুদাইস।

সালাতুল ইসতিসকা বা বৃষ্টির নামাজে উপস্থিত ছিলেন ম'ক্কার গভর্নর প্রিন্স খালেদ আল ফয়সালসহ উচ্চপদস্থ প্রশাসনিক কর্মক'র্তারা। নামাজের পর শায়খ আল সুদাইস খুতবা পাঠ করেন। এদিকে ম'সজিদে নববিতে বৃষ্টির নামাজ পড়িয়েছেন ড. আবদুল মুহসিন আল কাসিম।

মহান আল্লাহর কাছে বৃষ্টির প্রার্থনায় সম্মিলিত নামাজ আদায় করা মহানবী (সা.)-এর সুন্নাত। সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের এক রাজকী'য় নির্দেশনার প্রেক্ষিতে বৃষ্টির নামাজের আয়োজন করা হয়।

নামাজের পর প্রদত্ত খুতবায় শায়খ ড. আল সুদাইস সবাইকে মহান আল্লাহর কাছে পাপ মোচনে তাওবা জানান। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সর্বশক্তিমান আল্লাহর নির্দেশনা পালন করে মানুষের সঙ্গে সদ্ব্যবহার, নিয়মিত জাকাত আদায়, নামাজ ও জিকিরসহ অন্যান্য নফল আমল বেশি বেশি পালন করতে হবে। তাহলে আল্লাহ মানুষের সব কাজ সহ'জ করে দেবেন এবং তাদের দুঃখ-ক'ষ্ট দূর করবেন।

এছাড়াও এ খুতবায় ম'সজিদে আগত মু'সল্লিদের স্বাস্থ্যবিধি পালনে উৎসাহ দেওয়া হয়। মানুষের কল্যাণ ও স্বাস্থ্য সুরক্ষায় সবাইকে সতর্কতামূলক সব নির্দেশনা পালন করতে বলা হয়। যেন সবাই নিরাপদে ও নিশ্চিন্তে সম্মানিত স্থানে এসে নামাজ ও ইবাদত পালন করতে পারেন।

Back to top button