হাইতিতে তেলের ট্যাংকার বি'স্ফোরণে নি'হত ৫৯

হাইতির দ্বিতীয় বৃহত্তম শহর কেপ-হাইতিয়েনে জ্বালানিবাহী একটি ট্যাংকার বি'স্ফোরণে অন্তত ৫৯ জন নি'হত হয়েছে। স্থানীয় সোমবার রাতে এই বি'স্ফোরণ ঘটে। মঙ্গলবার কর্মক'র্তাদের বরাতে সিএনএন এখবর জানিয়েছে।

শহরটির ডেপুটি মেয়র প্যাট্রিক আলমনর জানান, এখন পর্যন্ত নি'হতের সংখ্যা ৫৯। পুরো পরিস্থিতিকে ‘গুরুতর’ উল্লেখ করে তিনি র'ক্তদানের জন্য মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন।

আলমনর বলেন, এখন পর্যন্ত ৫৯ জন নি'হত। শহরের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে রয়েছেন আরও অনেকে। আ'হতদের জন্য র'ক্ত প্রয়োজন।

তিনি আরও বলেন, বি'স্ফোরণের আ'গুনে প্রায় ৫০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশিরভাগ বাড়ি যতদ্রুত সম্ভব ভেঙে ফেলতে হবে।

বেসাম'রিক প্রতিরক্ষা সংস্থার এক মুখপাত্র জানান, জনগণের প্রতি র'ক্তদানের আহ্বান জানানো হয়েছে।

স্থানীয় কর্মকতারা জানান, উ'দ্ধার অ'ভিযান চলছে এবং মৃ'তের সংখ্যা বাড়তে পারে।

প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি মঙ্গলবার সকালে টুইটারে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং তিনদিনের শোক পালনের ঘোষণা দিয়েছেন।

Back to top button