অধিকার প্রতিষ্ঠার দাবিতে কাবুলে নারীদের বি'ক্ষোভ
অধিকার প্রতিষ্ঠার দাবিতে গতকাল বৃহস্পতিবার কাবুলে বি'ক্ষোভ করেছেন আ'ফগা'ন নারীরা। আ'ফগা'নিস্তানের কয়েক ডজন নারী তাদের শিক্ষা ও চাকরি করার অধিকার রক্ষা এবং তা'লেবান সরকারে নারীদের প্রতিনিধিত্ব রাখার দাবিতে কাবুলে বি'ক্ষোভ করেন। খবর এএফপি’র।
আ'ফগা'নিস্তানের নতুন কট্টরপন্থী তা'লেবান শাসকরা বি'ক্ষোভ-সমাবেশ কার্যকরভাবে নিষিদ্ধ করে রাখলেও কর্তৃপক্ষ বি'ক্ষোভের অনুমতি দেয়।
প্রচণ্ড শীতের মধ্যে বি'ক্ষোভে অংশ নেয়া নারীরা খাদ্য, চাকরি ও স্বাধীনতার দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং তাদের মধ্যে অনেকে তা'লেবান সরকারে নারীদের প্রতিনিধিত্ব রাখার দাবি জানিয়ে লেখা বিভিন্ন প্ল্যাকার্ড বহন করেন।
এ ছাড়া আরো কিছু বি'ক্ষোভকারীকে আ'ফগা'নিস্তানের কয়েক বিলিয়ন ডলারের ত্রাণ ও সম্পদ আন্তর্জাতিক সম্প্রদায় জ'ব্দ করে রেখেছে এমন অ'ভিযোগ প্রতিধ্বনিত করে লেখা প্ল্যাকার্ড বহন করতে দেখা যায়।
১৯৯০ সালে প্রথম ক্ষমতায় আসা তা'লেবান সরকারের তুলনায় দেশটির বর্তমান তা'লেবান সরকার আইন শিথিল করার প্রতিশ্রুতি দিলেও নারীরা এখনো সরকারি চাকরি এবং মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা থেকে ব্যাপকভাবে বঞ্চিত রয়েছে।
বি'ক্ষোভ-সমাবেশের অনুমতি দেয়া হলেও এতে অংশগ্রহণকারীরা জানান, তারা দেশের নতুন শাসকদের আতংকের মধ্যে রয়েছেন।
২৮ বছর বয়সী নারী শাহেরা কোহিস্তান বলেন, ‘দেশটিতে সব সময় এক ধরনের আতংক বিরাজ করছে। আম'রা এ ধরনের আতংকের মধ্যে বসবাস করতে পারি না। তাই আম'রা আমাদের দেশের এই আতংকের বি'রুদ্ধে ল'ড়াই করে যাচ্ছি।’