বাবার হাত ধ'রা, মায়ের ছবি বুকে নিয়ে বিয়ের আসরে মে'য়ে
প্রয়াত মায়ের ছবি হাতে নিয়ে কনের বিয়ের আসরে প্রবেশের একটি হৃদয়স্প'র্শী ভিডিও বহু মানুষকে আবেগাপ্লুত করেছে। পা'কিস্তানের একটি বিয়ের অনুষ্ঠানের ফুটেজে দেখা যায়, কনে তাঁর মায়ের ছবি নিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করার সময় অশ্রুসিক্ত হয়ে পড়েন। একটি লাল বিয়ের পোশাক পরে তাঁকে তাঁর বাবার সঙ্গে অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে দেখা যায়। এ সময় কনের বাবা নিজেও আবেগপ্রবণ ছিলেন।
আবেগঘন মুহূর্তটির ফুটেজ ফটোগ্রাফার মাহা ওয়াজাহাত খান তাঁর ইনস্টাগ্রামে হ্যান্ডেলে শেয়ার করেন। তিনি ‘মাকে হারিয়েছেন এমন সমস্ত কন্যাদের’ জন্য এটি উৎসর্গ করেন। ভিডিওতে কনের আত্মীয়দেরও তাদের চোখের পানি মুছতে এবং তাঁকে সান্ত্বনা দিতে দেখা গেছে। ৫৭ সেকেন্ডের ক্লিপটি কনে এবং তাঁর বাবাকে তাঁর বিদায় বা আনুষ্ঠানিক বিদায়ের সময় জড়িয়ে ধ'রা একটি শট দিয়ে শেষ হয়।
তিন দিন আগে শেয়ার করার পর থেকে ভিডিওটিতে তিন লাখের বেশি ভিউ এবং আট শতাধিক মন্তব্য এসেছে।
এটাই প্রথম নয়, এর আগেও অনেক বিয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাই'রাল হয়েছে। এ বছরের শুরুর দিকে এক কনে তাঁর প্রিয় গান না বাজানো পর্যন্ত অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে অস্বীকার করার ফুটেজ অনলাইনে ব্যাপক ভাই'রাল হয়। এর আগে, একটি ভিডিওতে বর ও কনেকে তাঁদের করো'নাকালীন বিয়ের সময় সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য অনেক দূর দিয়ে হাঁটতে দেখা গেছে।