ভাই'রাল সেই আইসক্রিম বিক্রেতার পরিচয়

নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছেন তিনি। স্যোশাল মিডিয়ায় তুলেছেন বিনোদনের ঝড়। নাচ আর গানের মাধ্যমে আইসক্রিম বিক্রি করা সেই বিক্রেতা যেন তাক লাগিয়ে দিয়েছে। অদ্ভূত এই আইসক্রিম বিক্রেতা কে বলা হয় ক্রেজি। আসলে কে এই ক্রেজি আইসক্রিম বিক্রেতা ?

সম্প্রতি নেট দুনিয়ায় ভাই'রাল হওয়া তুরস্কের এই আইসক্রিম বিক্রেতা এর আইসক্রিম খেতে হলে নাকি তার সঙ্গে নাচতে হয়, গাইতে হয়। ভাই'রাল এই মানুষটি স'ম্পর্কে জানার কৌতুহলও এখন তুঙ্গে।

ফেসবুক, টুইটার, ইউটিউব সর্বত্রই তার টার্কিশ নাম ‘কিলগিন ডোনডুরমাইসে’ যার অর্থ- ক্রেজি আইসক্রিম ম্যান। টার্কিশ ভাষা কিলগিন অর্থ ক্রেজি আর ডোনডুরমাইসে অর্থ আইসক্রিম।

মাত্র ছয় মাসের কার্যক্রম তার। ইতোমধ্যে তার ফেসবুক পেইজের ফলোয়ার ১ দশমিক ৪ মিলিয়ন। ইউটিউবে তার সাবস্ক্রাইবার ১ দশমিক ১২ মিলিয়ন।

ক্রেজি আইসক্রিম বিক্রেতা এর আসল নাম মেহমেদ দ্বীন। তুরস্কের বিখ্যাত শহর আন্তাকিয়ায় ১৯৮২ সালে তার জন্ম হয়। তিনি মাত্র ১৬ বছর বয়সে আন্তাকিয়া ছেড়ে সাইপ্রাসে চলে যান। সেখানে তিনি কাজের পাশাপাশি শখের বসে নাচ-গান করতেন। তবে তিনি কখনোই ভাবেননি এই শখই তাকে এনে দিবে বিশ্বখ্যাতি।

দ্বীন সাইপ্রাস থেকে দেশে ফিরে ২০০৪ সালে মোস্তফা কামাল ইউনিভা'র্সিটি থেকে বিজনেস ইনফরমেটিভ বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন। ২০০৫ সালে তিনি আবার আন্তাকিয়ায় ফিরে আসেন এবং সেখানেই একটি কেক শপে কাজ শুরু করেন। এর কিছুদিন পরে তিনি নিজেই তুরস্কের আন্তালিয়ার আক্কাপার্ক শপিং মলের সামনে খুলে বসলেন ‘কিলগিন ডোনডুরমাইসে’ নামের আইসক্রিম শপটি।

Back to top button