সৌদির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হা'মলা

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ভ'য়াবহ ক্ষেপণাস্ত্র হা'মলা চালিয়েছে। এসব হা'মলায় তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং বহু সংখ্যক ড্রোন ব্যবহার করেছে। খবর ফার্স নিউজের।

আল-আলম টেলিভিশন চ্যানেল জানিয়েছে, সৌদি আরবের জিজান এবং খামিস মুশাইত শহরে বেশ কয়েকটি বি'স্ফোরণের শব্দ শোনা গেছে। হা'মলার পর জিজান বিমানবন্দর বন্ধ করে দেয়া হয় যার কারণে বহু বিমান সেখানে অবতরণ করতে পারে নি।

এদিকে, সৌদি আরবের কয়েকটি সংবাদ সূত্র দাবি করেছে যে, দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী দুটি ড্রোন ভূপাতিত করেছে। এসব ড্রোন সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরের ওপর ওড়াউড়ি করছিল।

Back to top button