নবী মুহাম্ম'দ (সা.)-এর প্রতি অসম্মান কেন? পুতিনের প্রশ্ন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত বৃহস্পতিবার তাঁর বার্ষিক সংবাদ সম্মেলনে বলেন, ‘নবী মুহাম্ম'দ (সা.)-কে অবমাননা করা ধ'র্মের স্বাধীনতা ও ইস'লাম ধ'র্মে বিশ্বা'সী মানুষের পবিত্র অনুভূতির লঙ্ঘন। আমাদের তাদের প্রত্যেকের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত, যাদের অনুভূতি প্রভাবিত হতে পারে।’
তিনি বলেন, ‘নবী মুহাম্ম'দ (সা.)-এর প্রতি অসম্মান কেন? এটি কি সৃজনশীল স্বাধীনতা? আমি মনে করি না। এটি ধ'র্মের স্বাধীনতার লঙ্ঘন এবং মু'সলমানদের পবিত্র অনুভূতির লঙ্ঘন। এটি চরমপন্থার প্রকাশ।’
তিনি আরো বলেন, ‘নাৎসি জার্মানির বি'রুদ্ধে দ্বিতীয় বিশ্বযু'দ্ধে যাঁরা লড়াই করেছিলেন তাঁদের স্মৃ'তির প্রতিও একই সম্মান প্রদর্শন করা উচিত এবং এই বিষয়ে এ যু'দ্ধে বিজয়ী সৈন্যদের অবদানের স্ম'রণে ওয়েবসাইটে নাৎসি জার্মানির নেতা অ্যাডলফ হিটলারের প্রতিকৃতি পোস্ট করা অগ্রহণযোগ্য।’
তিনি যোগ করেন, ‘রাশিয়া একটি বহুজাতিক এবং বহু'মতসহিষ্ণু রাষ্ট্র হিসেবে গঠিত হয়েছিল। আম'রা মূলত একে অ'পরের স্বার্থ ও ঐতিহ্যকে সম্মান এবং সেইমতো আচরণ করতে অভ্যস্ত। এটি প্রকৃতপক্ষে অস্তিত্বের একটি শক্তিশালী ভিত্তি। একটি বহুজাতিক রাষ্ট্র হিসেবে রাশিয়ার অস্তিত্বের জন্য একটি শক্ত ভিত্তি।’
সূত্র : ইয়েনি সাফাক