যু'ক্তরাষ্ট্রের বি'রুদ্ধে গুরুতর অ'ভিযোগ চীনের
যু'ক্তরাষ্ট্রের বি'রুদ্ধে মহাকাশের আইনের শর্ত ভঙ্গ করার অ'ভিযোগ এনে বলছে, যু'ক্তরাষ্ট্র মহাকাশচারীদের জীবন ঝুঁ'কির মুখে ফেলছে। কয়েক সপ্তাহ আগে চীন জাতিসংঘের কাছে অ'ভিযোগ করেছিল যে, তাদের স্পেস স্টেশনকে অন্তত দু’বার মা'র্কিন কোম্পানি স্পেসএক্স-এর স্যাটেলাইটের সাথে সরাসরি সং'ঘর্ষের মুখে পড়তে হয়েছিল।
এরপরই এ নিয়ে চীনা পররাষ্ট্র দপ্তরের বিবৃতি এমন একটি বিবৃতি দেয়।
এরপরই চীনের সামাজিক মাধ্যমে যু'ক্তরাষ্ট্রের পাশাপাশি ব্যাপকভাবে সমালোচিত হচ্ছেন ইলন মাস্ক এবং তার প্রতিষ্ঠান স্পেসএক্স।
জাতিসংঘের আউটার স্পেস অ্যাফেয়ার্স’র কাছে দেয়া চীনা প্রতিবেদনের তথ্যমতে, চলতি বছরের ১ জুলাই এবং ২১ অক্টোবর সং'ঘর্ষের ঝুঁ'কি তৈরি হয়েছিল। সে সময় সং'ঘর্ষ এড়াতে চীনের স্পেস স্টেশনে বিশেষ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল বলে প্রতিবেদনটিতে জানানো হয়।
এ ঘটনা প্রকাশ পাওয়ার পর চীনা মাইক্রোব্লগিং প্লাটফর্ম উইবোতে মাস্ক, তার প্রজেক্ট স্টারলিংক ও যু'ক্তরাষ্ট্র ব্যাপকভাবে সমালোচিত হচ্ছে।
উইবোর একজন ব্যবহারকারী স্পেসএক্স স্যাটেলাইটগু'লিকে যু'দ্ধাস্ত্র বলে বর্ণনা করেছেন।
ওদিকে, মহাকাশের চুক্তি ভঙ্গ করার জন্য চীন যু'ক্তরাষ্ট্রের সমালোচনা করেছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান যু'ক্তরাষ্ট্রকে এ বিষয়ে আরো দায়িত্বশীল হতে বলেছেন। মহাকাশ বিজ্ঞানীরাও এ ধরনের সং'ঘর্ষের ঝুঁ'কির বিষয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেছেন।
পৃথিবীর কক্ষপথে ঘুরতে থাকা প্রায় ৩০ হাজার স্যাটেলাইট স'ম্পর্কে তারা যথাযথ তথ্য প্রদান করার অনুরোধ করেছেন।
স্পেসএক্স তাদের স্টারলিংক প্রজেক্টের অংশ হিসেবে এ পর্যন্ত ১৯০০টি স্যাটেলাইট প্রেরণ করেছে। এছাড়াও আরো হাজার খানেক স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনা তাদের রয়েছে।